পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে ইডির হানা, মিলবে টাকা?

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে  ইডির তৎপরতা তুঙ্গে। কোথা থেকে এল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এত টাকা? সেই উত্তর খুঁজতে বুধবার সকালেই শান্তিনিকেতনে পৌঁছন ইডির আধিকারিকরা। প্রথমেই তল্লাশি চালানো হয় পার্থর ‘অপা’ নামের একটি বিলাসবহুল বাড়িতে। সেখানে পৌঁছতেই বাড়ির পরিচারিকার সঙ্গে কথা বলেন ইডির কর্তারা। এরপর গেট খুলে সোজা ঘরে ঢোকেন তাঁরা। এখনও সেখানে চলছে তল্লাশি।

আরও পড়ুন:পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশির সম্ভাবনা ইডির

সকাল সড়ে ১১টার কিছু পর থেকে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালাছে। এমনকি শাবল দিয়ে চলছে খোঁড়াখুঁড়িও। গোপন নথি খুঁজে পেতেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

শান্তিনিকেতনের ফুলডাঙায় একটি সুসজ্জিত বাগানবাড়ি রয়েছে, যার নাম ‘অপা’। এই বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেছে ইডি। এছাড়াও শান্তিনিকেতনে আরও দুটি বাড়ি ও একটি গেস্ট হাউস রয়েছে পার্থর বলে দাবি ইডির। ‘অপা’-র পর বাকি বাড়িগুলিতেও তল্লাশি অভিযান চালাবে ইডি বলে খবর।

Previous articleকেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের দ্বারস্থ নরেন্দ্র মোদির ভাই
Next articleনেহেরু, বাজপেয়ীর বোকামিতেই তিব্বত, তাইওয়ান চিনের দখলে: সরব সুব্রহ্মণ্যম স্বামী