Sunday, November 9, 2025

পার্থ বান্ধবী অর্পিতার মাধ্যমেও শয়ে শয়ে চাকরির সুপারিশ, ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

Date:

আজ, বুধবার আরও একদফায় ইডি হেফাজত শেষে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। তার আগেই তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার সুবাদে ঘুরপথে অনেকের হয়ে চাকরির সুপারিশ দিতেন অর্পিতা।
এক্ষেত্রে তদন্তকারীদের যুক্তি, অর্পিতা যে পার্থ ঘনিষ্ঠ বান্ধবী, তাঁর কথা বা আবদার যে মন্ত্রী ফেলতে পারবেন না সেকথা অনেকেই জানতেন। তাই চাকরির জন্য অনেকেই অর্পিতার দ্বারস্থ হতেন। সেই সুবাদে অর্পিতার কাছে শিক্ষা দফতরের বিভিন্ন পদে চাকরির জন্য সুপারিশের প্রস্তাব আসা শুরু হয়। তাঁর সুপারিশকৃত প্রার্থীদের নামের সেই তালিকা ইডি’র হাতে এসেছে।
ইডি সূত্রের খবর, অর্পিতার বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরি, নোটবুক, চিরকুট থেকে এমন কিছু তথ্য মিলেছে যেখানে কয়েকশো চাকরি প্রার্থীর নামের সুপারিশ রয়েছে।  মূলত প্রাইমারি, আপার প্রাইমারি, নবম-দশম শ্রেণির শিক্ষক এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য করা হয়েছিল সেই সুপারিশ। অভিযোগ, অর্পিতার দেওয়া এই তালিকা বিশেষ ‘মার্ক’ করে এসএসসি অফিসে পাঠিয়ে দিতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফোনেও শিক্ষা দফতরের  আধিকারিককে নির্দেশ দিতেন, চাকরি যেন হয়। স্পেশাল কেস। বিষয়টি দেখে নিতে হবে। ওই প্রার্থীদেরই কারও কাছ থেকে আট লক্ষ তো কারও কারও থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে দাবি তদন্তকারীদের।
ফলে গতকাল, মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য গিয়ে সাংবাদিকদের সামনে অর্পিতার ‘‘এই টাকা আমার নয়। আমার অজান্তে এবং অনুপস্থিতিতে তা ঘরে ঢোকানো হয়েছিল” দাবিকে উড়িয়ে দিয়েছে ইডি।

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version