Monday, May 5, 2025

আরও কাজ, আরও গতি । এই লক্ষ্যে অবিচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী  জানিয়ে দেন, কাজে গতি আনতে মন্ত্রিসভায় রদবদল করতে হবে। প্রশাসন ও সংগঠনের মধ্যে আরও গভীরভাবে সমন্বয় তৈরি করতেই এই রদবদল। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ, বুধবার বিকেল ৪টেয় রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অনান্য সদস্যরা।

আরও পড়ুন:লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, এবার টিকিট বণ্টনে স্বচ্ছতা রাখার নির্দেশ অভিষেকের

এর আগে দলের সংগঠনে রদবদল এনেছেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রিসভায় প্রয়োজনীয় বদল করে সব কিছুর মধ্যে ভারসাম্য আনতে চাইছেন তিনি। সংগঠনে যাঁদের প্রয়োজন তাঁদের দলে, আর যাঁদের সরকারে প্রয়োজন তাঁদের সরকারে প্রয়োজন তাঁদের সরকারে এনে সংগঠনের পাশাপাশি প্রশাসনেও ভারসাম্য রাখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রদবদলের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে সোমবার রাতেই কলকাতায় চলে আসেন রাজ্যপাল না গণেশন। সবমিলিয়ে এদিন বিকেলে কোন কোন নতুন মুখ উঠে আসে, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়তেই মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে তাঁকে।  প্রয়াত সুব্রত মুখোপাধ‌্যায় ও সাধন পাণ্ডে।  তাঁদের প্রত্যেকের হাতেই অনেকগুলি বড় বড় দফতর ছিল। সেগুলি এবার বণ্টন হবে নতুনদের মধ্যে।

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version