Friday, August 22, 2025

AIIMS-এ নিয়োগ দুর্নীতি: সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

কল্যাণী এইমসে(Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে(Kokata HighCourt) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আর এই ঘটনায় জড়িয়ে গেল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নাম। বাবার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে নীলাদ্রি শেখরের(Niladri Sekhar) মেয়ে মৈত্রী দানার(Maitri Dana) বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’বার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তিনি। শুক্রবার এই মামলার শুনানিতে সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

এই নিয়োগ দুর্নীতি নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt) জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তদন্তকারি সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব করে। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৬ অগাস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত, কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি অপারেটর পদ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন অভিযোগ করেন মুর্শিদাবাদের বাসিন্দা সরিফুল ইসলাম নামে এক যুবক। এনিয়ে গত ২০ মে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশ কয়েকজনকে কল্যাণী এইমসে কয়েকজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে কেন্দ্রীয় মান্ত্রী ডা সুভাষ সরকার, ২ বিজেপি বিধায়ক-সহ ৮ জনের বিরুদ্ধে। ওই অভিযোগের পরই তদন্তে নামে সিআইডি। কল্যাণী এইমসে অস্থায়ী পদে চাকরি করেন নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এবং নদিয়ার হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ। এই ঘটনায় তাঁদের সিআইডি জিজ্ঞাসাবাদের পর হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মাম্লাতেই এবার সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব করল আদালত।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...