Thursday, December 4, 2025

AIIMS-এ নিয়োগ দুর্নীতি: সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

কল্যাণী এইমসে(Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে(Kokata HighCourt) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আর এই ঘটনায় জড়িয়ে গেল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নাম। বাবার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে নীলাদ্রি শেখরের(Niladri Sekhar) মেয়ে মৈত্রী দানার(Maitri Dana) বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’বার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তিনি। শুক্রবার এই মামলার শুনানিতে সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

এই নিয়োগ দুর্নীতি নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt) জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তদন্তকারি সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব করে। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৬ অগাস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত, কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি অপারেটর পদ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন অভিযোগ করেন মুর্শিদাবাদের বাসিন্দা সরিফুল ইসলাম নামে এক যুবক। এনিয়ে গত ২০ মে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশ কয়েকজনকে কল্যাণী এইমসে কয়েকজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে কেন্দ্রীয় মান্ত্রী ডা সুভাষ সরকার, ২ বিজেপি বিধায়ক-সহ ৮ জনের বিরুদ্ধে। ওই অভিযোগের পরই তদন্তে নামে সিআইডি। কল্যাণী এইমসে অস্থায়ী পদে চাকরি করেন নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এবং নদিয়ার হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ। এই ঘটনায় তাঁদের সিআইডি জিজ্ঞাসাবাদের পর হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মাম্লাতেই এবার সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব করল আদালত।

spot_img

Related articles

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...