Saturday, May 3, 2025

রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার গ্রহণ করেননি অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) । তবে সিপিএমের মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার গ্রহণ করলেন নোবেলজয়ী। ‘জগৎকুটির’-এর (Home into the World: A Memoir) জন্য সিপিএমের তরফে এই পুরস্কার দেওয়া হয় অমর্ত্য সেনকে। তাঁর এই পুরস্কার গ্রহণের পর নোবেলজয়ীকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

বরাবরই বামপন্থী হিসেবে পরিচিত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মোদি সরকারের সঙ্গে তাঁর দূরত্ব এতটাই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে সরকারের বিরোধিতায় কলম ধরতেও পিছপা হননি তিনি। যার জেরে বিজেপির ছোট বড় নেতার আক্রমণের নিশানা হন তিনি। আবার রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে অমর্ত্য সেনের প্রায় সমান দূরত্ব। তৃণমূল সরকারের কোনরকম সুযোগ-সুবিধা নেন না তিনি। শুক্রবার অমর্ত্য সেনের বই ‘জগৎকুটির’-এর (Home into the World: A Memoir) জন্য সিপিএমের তরফে মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়া হয় তাঁকে। নিজে সশরীরে এসে পুরস্কার নিতে না পারলেও তাঁর ‘প্রতীচী’ ট্রাস্টের ডিরেক্টরের হাতে পুরস্কার দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিঁধলেন অমর্ত্য সেনকে। বাবুলের কথায়, “উনি একটি নির্দিষ্ট পথে রাজনীতি করেন, যার সঙ্গে আমাদের রাজনীতির কোনও মিল নেই। উনি ওঁর মত ভাবেন, কাজ করেন। সেসব নিয়ে কিছু বলার নেই। তবে উনি তো পর্যটক। এত বড় অর্থনীতিবিদ হওয়ার পরও বারবার বুঝিয়ে দেন যে নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে বেরতে পারেননি।”

তবে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় এহেন কটাক্ষকে একেবারেই সমর্থন করছেন না নেটিজেনরা। অনেকেই দাবি করেছেন রাজ্য সরকারের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা বরাবরই রয়েছে। তা তিনি পুরস্কার গ্রহণ করুন বা না করুন। পাশাপাশি বাবুদের মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি জানি না, তিনি কী বলেছেন। অমর্ত্য সেন অবশ্যই কৃতী বাঙালি। অমর্ত্য সেন বাংলার গর্ব। তাঁকে কোনওরকম কটাক্ষ করা বা এমন কোনও মন্তব্য করা যাতে তাঁর সম্মানহানি হয়, সেটা কখনওই ঠিক নয়। অমর্ত্য সেনের সঙ্গে এর আগের পুরস্কারের ক্ষেত্রে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়েছিল কিনা সেটাও আমরা ঠিক নিশ্চিতভাবে জানি না। কোন পুরস্কার নেবেন কোন পুরস্কার নিতে পারছেন না এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।”

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version