Friday, August 22, 2025

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে ফের সিবিআই তলব, দেহরক্ষীর আরও ১৪ দিনের জেল হেফাজত

Date:

গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) আবারও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করলো সিবিআই (CBI)। সোমবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের। সম্প্রতি অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সেই তথ্যের সঙ্গেই অনুব্রতর বয়ান মিলিয়ে দেখা হবে। আর সেই কারণেই এই নিয়ে টানা ৯ বার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন ‘কেষ্ট’। পাশাপাশি এদিনই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী (Security Personnel) সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট। গত ৯ জুন দেহরক্ষীকে গ্রেফতার করে সিবিআই।

প্রসঙ্গত, গত বুধবার অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও তাঁর স্নেহধন্য মুখতার শেখের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় মোবাইল সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। সেই তথ্য হাতে পেয়েই তৎপর হয় সিবিআই। তবে হাজিরা প্রসঙ্গে এখনও পর্যন্ত অনুব্রতর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অনুব্রতকে সিবিআই তলবের পরিপ্রেক্ষিতে এদিন সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তিনি সাফ জানিয়েছেন, সিবিআই ও ইডির গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে। সাধারণ মানুষ তাদের উপর আস্থা হারিয়েছেন। তবুও আমরা চাই যত দ্রুত সম্ভব তদন্ত শেষ হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তৃণমূল সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআই দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version