Thursday, August 28, 2025

ডিসেম্বরের মধ্যে রাজ্যে লাগু হবে CAA: হাওয়া গরম করতে ময়দানে বিজেপি বিধায়ক অসীম

Date:

রাজ্যে সিএএ(CAA) লাগু হলে বিজেপির(BJP) ভোট বৈতরণী পালে হাওয়া পাবে। সম্প্রতি অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতে এমনটাই জানিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। যদিও এবিষয়ে কোনও উচ্চবাচ্য না করে পাল্টা শুভেন্দুকে দলের বেহাল অবস্থা নিয়ে ধমক দেন শাহ। আদতে সিএএ যখন কার্যত ‘মাঝ দরিয়ায়’ হওয়া গরম করার দায়িত্ব নিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার(Asim Sarkar)। তাঁর দাবি সিএএ লাগু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ডিসেম্বরের মধ্যেই রাজ্যে লাগু হয়ে যাবে সিএএ।

বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, সিএএ কার্যকর হবেই। অতি দ্রুত তা কার্যকর করা হবে। তাঁর মতে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছিল সিএএ কার্যকর এমনভাবে হয় যাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষায় যেন কোন প্রতিবন্ধকতা না থাকে। নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে। এই বছরের মধ্যেই এটা হবে। নিয়ম লাগু হলেই আমরা দেখতে পাবো। যেহেতু আমি উদ্বাস্তু সেলের কনভেনর, আমরা আগে দেখব নাগরিকত্ব সুরক্ষার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আছে কি না। সেটা দেখে আমরা ক্লিনচিট দিলে ওটা লাগু হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে চালু হবে সিএএ। সেইমতো আইন পাস হলেও তা এখন কার্যকর করতে পারেনি সরকার। এদিকে বিজেপির এই প্রতিশ্রুতিতেই বাংলায় বিপুল সংখ্যক ভোট বৈতরণী পার করেছিল বিজেপি। সাংসদ সংখ্যা ২ থেকে ১৮ হওয়ার পিছনে মতুয়া সম্প্রদায়ের অবদান ছিল অনস্বীকার্য। তবে আইন পাশের পরেও কেন আইন কার্যকর করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশাহত মতুয়ারা এখন বিজেপি বিমুখ। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে হাওয়া গরম করতে ময়দানে নামলেন বিজেপি বিধায়ক অসীম।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version