থাইল্যান্ডের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১৪, আহত ৪০

ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire) থাইল্যান্ডের(Thailand) নাইট ক্লাবে(Night Club)। শুক্রবার ভোরে ব্যাংকক থেকে ১৫০ কিমি দক্ষিণে চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইটস্পটে ভয়াবহ এই দুর্ঘটনার জেরে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

স্থানীয় পুলিশ সূত্রের খবর, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও এই নাইটক্লাবে নাচগান চলছিল। তখনই হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তত ৮০-৯০ জন। প্রাণ বাঁচাতে নাইটক্লাব থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ক্লাবের অধিকাংশই আগুনের কবলে পড়ে। কালো ধোঁয়ায় ভেতরে দমবন্ধ পরিস্থিতি ও আগুনে পুড়ে মৃত্যু হয় ১৪ জনের। আহত হন আরও ৪০ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় তিন-চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। যদিও কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই থাইল্যান্ডের নাগরিক বলেই জানা গিয়েছে।

Previous articleপার্থ-অর্পিতার জেল হেফাজত চাইল ইডি, রায়দান আপাতত স্থগিত
Next articleপার্থ-অর্পিতার বাংলাদেশ যোগের সন্ধান পেল ইডি