কেমন সম্পর্ক বিরাট-রোহিতের? জানালেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল

বিরাট এবং রোহিত একসঙ্গে এখনও পর্যন্ত ৮২টি ইনিংস খেলেছেন।

বিরাট কোহলি-রোহিত শর্মা (Virat Kohli-Rohit Sharma)। ভারতীয় ক্রিকেটে (India Team) দুই বড় নাম। দু’জনের ঝুলিতেই রয়েছে একাধিক রেকর্ডের ছড়াছড়ি। তবে এই দুই ক্রিকেটের বাইশগজের বাইরেও তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই হয় চর্চা। অনেকেই মনে করেন তাঁদের মধ্যে চলে এক ‘ঠান্ডা লড়াই’। বাস্তবে বিরাট এবং রোহিতের মধ্যে সম্পর্ক কেমন? এবার সেই নিয়েই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal)। বললেন, সমর্থকদের আবেগের কারণে ওদের দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই কারণেই ওদের লড়াইয়ের কথা সামনে আসে।

এই নিয়ে ধুমাল,” আমরা কখনও রোহিত, বিরাটকে নিয়ে আলাদা করে ভাবিনি। সমর্থকদের আবেগের কারণে ওদের দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই কারণেই ওদের লড়াইয়ের কথা সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় তো যে যা খুশি বলতে পারে। কোনও বাধা নেই। এই একই জিনিস দেখা যেত সুনীল গাভাস্কর এবং কপিল দেবের সময়েও। পরে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও একই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ঘটনা ফুলেফেঁপে বিরাট আকার নেয়।”

বিরাট এবং রোহিত একসঙ্গে এখনও পর্যন্ত ৮২টি ইনিংস খেলেছেন। তাঁদের সংগ্রহ ৪৯১৪ রান। গড় ৬৩.৮১।

আরও পড়ুন:বৃহস্পতিবার রাতে ইতিহাস গড়লেন সুধীর, অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

 

 

Previous articleগরুপাচার কাণ্ডে অনুব্রতকে ফের সিবিআই তলব, দেহরক্ষীর আরও ১৪ দিনের জেল হেফাজত
Next articleপার্থ-অর্পিতার জেল হেফাজত চাইল ইডি, রায়দান আপাতত স্থগিত