বিরাটের বিশ্রাম প্রসঙ্গে মুখ খুললেন ধাওয়ান, পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়কের

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই, তারওপর পরপর বিশ্রাম। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

0
1

এবার বিরাট কোহলি (Virat Kohli) প্রসঙ্গে মুখ খুললেন ভারতের ( India) তারকা ব‍্যাটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। ক‍্যারিবিয়ান সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই, তারওপর পরপর বিশ্রাম। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর সেই নিয়ে এবার মুখ খুললেন গব্বর। বললেন, কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামও অত্যন্ত জরুরি।

এদিন বিরাট প্রসঙ্গে ধাওয়ান বলেন,”সেরা পারফরম্যান্স করার জন্য একজন ক্রিকেটারের তরতাজা থাকার প্রয়োজন হয়। কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামও অত্যন্ত জরুরি। সেই জন্য এখন আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে ক্রিকেটারদের। পর্যাপ্ত বিশ্রাম দিতেই এই পদ্ধতি নেওয়া হচ্ছে। একজন ক্রিকেটারকে সর্বত্র সফর করতে হলে, সে এমনিই ক্লান্ত হয়ে পড়বে। ক্রিকেটাররাও তো মানুষ। আমার মতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা বিষয়টি বুঝবেন এবং ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা করবেন। যা দলের জন‍্য, ক্রিকেটারদের জন‍্য ভালো সেটাই হচ্ছে।”

আরও পড়ুন:India Team: কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা