Sunday, August 24, 2025

বিজেপিকে মেরুদণ্ড বন্ধক, দলীয় নির্দেশ অমান্য করে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান শিশির-দিব্যেন্দুর

Date:

রাজ্য বিধানসভায় ব্যবস্থা রাখা সত্ত্বেও দিল্লি উড়ে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন তৃণমূলের টিকিটে জেতা অধিকারী পরিবারের দুই সদস্য কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু। দলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিন্ন। কিন্তু এখনও খাতায়-কলমে তাঁরা তৃণমূল সাংসদ।

এবার দলীয় নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন অধিকারী পরিবারের এইদুই সদস্য। তাঁরা যে বিজেপি তথা NDA প্রার্থী জগদীপ ধনকড়কে ভোট দিয়েছেন সে ব্যাপারেও নিশ্চিত রাজনৈতিক মহল। এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে গতকাল, শুক্রবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন বাপ-ব্যাটা।

প্রসঙ্গত, তৃণমূলের কোনও সাংসদ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না বলেই দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের কোনও সাংসদ ভোট দিচ্ছেন না। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে এসে ভোট দান করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। এমন সম্ভাবনা আন্দাজ করে তাঁদের ভোটদান থেকে বিরত থাকার জন্য লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করলেন পিতা-পুত্র সাংসদ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান তৃণমূল সংসদ সৌগত রায় জানিয়েছেন, “তাঁদের কাছে এটাই প্রত্যাশিত’’। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যারা দলের প্রতীকে জিতেছে তাঁদের উচিত দলের নির্দেশে মান্য করা। দলীয় নির্দেশ অমান্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টির দিকে দলের শীর্ষ নেতৃত্ব এবং লোকসভার দলনেতা নিশ্চয়ই নজর রাখছেন।” এই ঘটনা প্রমাণ করে শুভেন্দু অধিকারীর মতোই তাঁর বাবা ও ভাই বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করেছে। এবং শিশির ও দিব্যেন্দু যে দল বিরোধী কাজ করে চলেছেন এট ঘটনা তাতে সিলমোহর দিল।

আরও পড়ুন:কেন্দ্রের টাকা নয়ছয় হচ্ছে রাজ্যে: মোদিকে নালিশ শুভেন্দুর, পাল্টা তোপ তৃণমূলের

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version