Friday, July 18, 2025

পাখিরালয় দেখে ফেরার পথে নৌকাডুবি, কুলতলীতে মৃত ২, নিখোঁজ আরও ২

Date:

কুলতলীর ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। নিখোঁজ আরও দু’জন। শনিবার রাতে চুপি পাখিরালয় দেখে ফিরছিলেন কয়েকজন মানুষ। তখনই এই নৌকাডুবির ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে ওই রাতে উদ্ধার করা হয়। তার মধ্যে এই দুই মৃত যুবকও রয়েছেন। তবে আরও দুই যুবকের খোঁজ রবিবার সকাল পর্যন্ত মেলেনি।

আরও পড়ুন:সহকর্মীরা মানসিক হেনস্তা করত, তাই কী এলোপাথাড়ি গুলি?

স্থানীয় সূত্রে খবর, এদিন কাষ্ঠশালী ঘাট থেকে কুলতলী ঘাট পারাপারের সময় হঠাৎ নৌকা ডুবে যায়। আর তাতেই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের নাম তনয় মাজি এবং তন্ময় শীল শর্মা। এখনও নিখোঁজ রয়েছেন সৌরভ ভট্টাচার্য এবং সৈকত চট্টোপাধ্যায় নামে দুই যুবক। এঁদের প্রত্যেকের বাড়িই নদিয়ার কৃষ্ণনগরে।

এই নৌকাডুবির ঘটনার পর ঘটনাস্থলে যান পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমরা গঙ্গার পাড়ে বসে ছিলাম। হঠাৎ দেখি মাঝগঙ্গায় নৌকাটা দুলতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই চিৎকার শুনতে পাই। স্থানীয়রা জলে নেমে উদ্ধারের কাজ শুরু করেন।’’ স্থানীয়দের তৎপরতায় নৌকার মাঝি-সহ দুই পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই নৌকার মাঝির শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক বলে খবর। নৌকায় আরও দুই যাত্রী ছিলেন। শনিবার গভীর রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। শনিবার  রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যহত হয়। রবিবার ভোরের আলো ফুটতেই  আবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের সাহায্য নিয়ে খোঁজ চলছে দুই যুবকের। যোগাযোগ করা হয়েছে মৃত এবং নিখোঁজদের পরিবারের সঙ্গে।

 

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version