Wednesday, December 10, 2025

৭৫০ স্কুল পড়ুয়াদের তৈরি উপগ্রহ উৎক্ষেপন ইসরোর

Date:

Share post:

রবিবার সকাল ৯টা ১৮ মিনিট।  একটি ঐতিহাসিক মিশন লঞ্চ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘স্মল লিফট লঞ্চ’ যান উৎক্ষেপণ করে ইসরো। মহাকাশের উদ্দেশে রওনা দেয় এসএসএলভি-ডি১/এওএস-০২।ইসরোর এই বিশেষ  স্যাটেলাইটটি তৈরি করেছে গ্রামীণ স্কুলের ৭৫০ পড়ুয়া। নাম আজাদিস্যাট।এই রকেটে যে স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন অক্ষে তা প্রদক্ষিণ করবে বলে জানানো হয়েছে। এর আগে এত ছোট রকেট ইসরো থেকে কখনও লঞ্চ করা হয়নি ।

আরও পড়ুন:নীতি আয়োগের বৈঠকে মমতা, জাতীয় শিক্ষানীতির গৈরিকীকরণ নিয়ে তুলবেন প্রশ্ন

ইসরোর ক্ষুদ্রতম এই রকেটের মধ্যে একটি বিশেষ স্যাটেলাইট রয়েছে। এছাড়া ওই রকেটে ইসরোর একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটও রয়েছে বলে খবর। এই স্যাটেলাইটটি  মহাকাশ থেকে খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দেবে ইসরোর বিজ্ঞানীদের জন্য। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে এই স্যাটেলাইট বানানো হয়েছে।ইসরোর এই ক্ষুদ্রতম রকেট বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় ৩৪ মিটার। এর ভেহিকল ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়।  এওএস-২ উপগ্রহটি ওজনে ১৪৫ কেজি। এটি পরীক্ষামূলক ছবি পাঠানোর কাজে আসবে। এদিকে আজাদিস্যাটটি মাত্র ৮ কেজি ওজনের। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি পৃথক অংশ রয়েছে এই ক্ষুদ্র উপগ্রহে। এই উপগ্রহ তৈরিতে অংশগ্রহণ করেছিলেন তেলাঙ্গানার পড়ুয়া শ্রেয়া। আজ তিনি রকেট লঞ্চের সময় শ্রীহরিকোটায় উপস্থিত ছিলেন।

এই রকেট লঞ্চের কাউন্টডাউন শুরু হয়েছিল ভোর রাত ২টো ১৮ মিনিট থেকে। এরপর সাতঘণ্টা কাউন্টডাউনের পর আজ সকাল ৯টা ১৮ মিনিটে রকেটটির উৎক্ষেপণ হয়। এই রকেটটির লঞ্চ তিন ভাগে বিভক্ত ছিল। লঞ্চের তৃতীয় ভাগ সম্পন্ন হতেই ‘ডেটা লস’-এর কথা জানা যায়।

 

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...