Sunday, November 16, 2025

আমি দলের অনুগত সৈনিক: মোদি-মমতা বৈঠক নিয়ে বিরোধীদের অভিযোগের সপাট জবাব দিয়ে মন্তব্য কুণালের

Date:

দিল্লিতে মোদি-মমতার বৈঠক নিয়ে বিরোধীদের সেটিংয়ের অভিযোগের সপাটে জবাব দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, সাংবাদিক বৈঠকে বিরোধীদের মন্তব্য়ের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কার্যত অস্তিত্বহীন বিরোধী শিবির ভিত্তিহীন অভিযোগ তুলছে। নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকার সময়ও যে সময়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিরোধী শাসিত অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এখন নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। তখন সেটিংয়ের তত্ত্ব উঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একের পর বিজেপিকে হারাচ্ছে, সেখানে সেটিং তত্ত্ব কোথা থেকে ওঠে। তীব্র ভর্ৎসনা করেন কুণাল।

পাশাপাশি, ১৪ দিনের তাঁকে সাংবাদ মাধ্যমে বক্তব্য রাখার নিষেধাজ্ঞা প্রসঙ্গে নিজের অবস্থান জানান কুণাল ঘোষ। দলের অনুগত সৈনিকের মতোই তিনি দলের নির্দেশ মেনে চলবেন বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান তিনি। ”আমি তৃণমূলের কঠিন দিনের সৈনিক। আমি তৃণমূলের (TMC) সৈনিক ছিলাম, আছি, থাকব। দল করতে গেলে বহু সময় দলের নানা নির্দেশ মানতে হয়।”

তৃণমূল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিষয়ে শুক্রবার ব্যক্তিগত মত জানান কুণাল। এরপরেই ১৪ দিনের জন্য তাঁকে এই সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে নিষেধ করেন শীর্ষ নেতৃত্ব। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ এদিন জানান, “আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। যখন যেখানে দল যা বলবে, আমি মেনে চলব।”

কুণাল স্পষ্ট বলেন, তিনি তৃণমূল কংগ্রেসটা মন থেকে করেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শ্রদ্ধা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শুধু তাঁর নেতা নন, তাঁকে কুণাল মন থেকে ভালবাসেন। যতক্ষণ মন সায় দেবে তিনি তৃণমূলের কর্মী-সৈনিক থাকবেন।

আরও পড়ুন:জেনে নিন আজকের সোনা রুপোর দাম কত হল

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version