Sunday, May 4, 2025

সরকারি রিপোর্টে ফের স্বাস্থ্য পরিষেবায় মুকুটে নয়া পালক ডায়মন্ড হারবারের

Date:

Share post:

করোনা নিয়ন্ত্রণে আনতে আগেই পথ দেখিয়েছিল ডায়মন্ড হারবার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী গোটা দেশের কাছে মডেল হয়ে উঠেছিল ডায়মন্ড হারবার। এবার স্বাস্থ্য দফতরের রিপোর্টে নজির গড়ল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা।

জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনা আখছার ঘটে। যদিও হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যার তালিকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। এই জেলায় হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যা শূন্য।

অথচ কদিন আগেও রোগী নিখোঁজ হওয়া নিয়ে নবান্ন পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করেছিল। সে কারণেই অনন্য নজির তৈরি করল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। সরকারি রিপোর্টেই ডায়মন্ড হারবারের চিকিৎসা পরিষেবার উন্নততর আয়োজনের কথা প্রকাশিত হয়েছে।

হাসপাতাল থেকে রোগীর নিখোঁজ হওয়ার ঘটনায়
নবান্নের তরফ থেকে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া ও মালদা এই পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যায় এই পাঁচ জেলা রয়েছে সর্বাগ্রে। আর তারই বিপরীত ছবি ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবার।

এর আগেও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা করোনা পরীক্ষা নিয়ে মডেল জেলা হিসাবে উঠে এসেছিল। এবার স্বাস্থ্য দফতরের এই পরিসংখ্যানে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলাকে এক উল্লেখযোগ্য সাফল্য দিল। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই কর্মকাণ্ড চালিত হয়েছিল। স্বাস্থ্য পরিষেবার ঢালাও আয়োজন নিয়ে সাধুবাদ পেয়েছিলেন অভিষেকও। করোনা কালে বারবার ডায়মন্ড হারবার জেলার কথা উল্লেখ করেছিলেন সবাই। দেশ জুড়ে কার্যত মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল ডায়মন্ড হারবারের নাম। সেখানে শুরু হয়েছিল ডক্টর অন হুইলস। করোনা কালে চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোনও ধরণের অসুবিধা না হয়, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া নিয়মিত শিবির তৈরি করে করোনা পরীক্ষা করারও ব্যবস্থা করা হয়েছিল।
স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবারের এই নতুন সাফল্যকে সব জেলায় পৌঁছে দিতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।

 

 

 

spot_img
spot_img

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...