Sunday, November 9, 2025

বর্ষসেরা পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী, মহিলা ফুটবলার মনীষা কল্যাণ

Date:

২০২১-২২ মরশুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri)। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) তরফ থেকে ঘোষণা করা হয় ২০২১-২২ বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের নাম। সেখানেই দেখা যায় বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন সুনীল ছেত্রী। ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। পুরুষ জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ এবং মহিলা জাতীয় দলের হেড কোচ থমাস ডেনারবি বিজয়ী ফুটবলারদের বেছেছেন।

সুনীল বর্ষসেরা ফুটবলার হওয়ায়, এই নিয়ে ইগর স্টিম্যাচ বলেন, “সুনীল আমাদের সর্বোচ্চ গোল সংগ্রাহক। পাঁচটি গোল করেছেন এবং সাফ কাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। এরপর এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তিন ম্যাচে চার গোল করেছেন সুনীল। ওনার উদ্যম, নেতৃত্ব, শৃঙ্খলা ও পরিশ্রম, খারাপ ও ভালো সময়ে উঠে এসেছে।”

ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। গত মরশুমে সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মনীশা। মনীশাকে নিয়ে মহিলা দলের হেডকোচ থমাস ডেনারবি বলেন, “মনীষা জাতীয় দল ও ক্লাবের হয়ে অসাধারণ কিছু পারফর্মেন্স করেছেন। ও গোল করেে, এবং নিয়মিত অ্যাসিস্ট প্রদান করে। দুর্দান্ত স্পিড ও ড্রিবলিং। ওর মধ্যে ক্ষমতা রয়েছে ভবিষ্যতে আরও বড় লিগে খেলার। ও এখনও তরুণী, এবং এখনও উন্নতি করছে।”

এদিকে সেরা পুরুষ উঠতি ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিং। মুম্বই সিটি এফসির হয়ে গত আইএসএলে তিনটি গোল করেছিলেন তিনি। এবং সেরা মহিলা উঠতি ফুটবলার সম্মান পাচ্ছেন মার্টিনা থোকচোম।বর্ষসেরা রেফারি হিসেবে সম্মানিত হয়েছেন ক্রিস্টাল জন। এবং বর্ষসেরা সহকারী রেফারির তকমা পেয়েছেন উজ্জ্বল হালদার।

আরও পড়ুন:‘অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম’, সোনা জয়ের পর বললেন সিন্ধু

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version