নির্বাচনী প্রচারে ভাঁওতা নয়। শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়। যা বলেন তাই করেন। এবার বজবজবাসীর দীর্ঘদিনের চাহিদার সমাধান করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ যেন স্বপ্নপূরণ। বুধবার আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরী দফতর আভিষেকের এই স্বপ্নের প্রকল্পের রূপায়ণ করেছে। যা থেকে উপকৃত হবেন বজবজ-১ ব্লকের মায়াপুর গ্রাম পঞ্চায়েতে এবং বজবজ-২ ও বিষ্ণুপুর-২ অঞ্চলের মানুষজন।
উদ্বোধনের আগে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন বজবজের বিধায়ক বিধায়ক অশোক দেব, দক্ষিণ ২৪ পরগনার পূর্ত কর্মাদক্ষ জাহাঙ্গির খান, উপস্থিত ছিলেন বজবজ-২’র পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বরাদ্দ ৫৬৪ কোটি টাকায় গড়ে ওঠা এই আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প কয়েক লক্ষ গ্রামবাসীর তৃষ্ণা নিবারণ করবে।
আরও পড়ুন- হাসপাতালের “রেফার রোগ’ সারাতে কড়া দাওয়াই স্বাস্থ্য দফতরের