Thursday, August 28, 2025

কার নির্দেশে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিৎসক? CMOH-এর কাছে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর

Date:

গরু পাচার মামলায় CBI ও অনুব্রত মণ্ডলের “লুকোচুরি”র মাঝে নাটকীয় মোড়। কার নির্দেশ ও অনুমতি নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিৎসকরা গিয়েছিলেন? এবার সেই জবাবদিহি চেয়ে বীরভূমের CMOH-এর কাছে দ্রুত রিপোর্ট তলব করল রাজ্য স্বাস্থ্য দফতর। যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হয়েছে। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিজাম প্যালেসে নতুন করে CBI হাজিরার নোটিশ পাওয়ার পর ফের কলকাতায় এসে SSKM হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে সাড়া দেননি অনুব্রত মণ্ডল। SSKM জানিয়ে দিয়েছে, কিছু শারীরিক সমস্যা থাকলেও এখনই ভর্তি হওয়ার মতো জায়গায় নেই তিনি। এরপর বোলপুরের বাড়িতে ফিরে যান। গতকাল, মঙ্গলবার বোলপুর হাসপাতালের চিকিৎসকরা তাঁর বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন।

চিকিৎসকরা সাদা কাগজে লিখে দেন অনুব্রতর ১৪ দিনের বেডরেস্ট প্রয়োজন। এরই মাঝে বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বিস্ফোরক তথ্য সামনে আনেন। চন্দ্রনাথবাবুর দাবি, হাসপাতাল সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি গিয়েছিলেন তিনি। অনুব্রত মণ্ডলের কথা মতোই ১৪ দিন বেডরেস্ট লিখতে হয়েছিল তাঁকে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। দায়িত্ব প্রাপ্ত সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি বীরভূম জেলা CMOH-এর কাছে রিপোর্ট তলব করে স্বাস্থ্য দফতর। জানতে চাওয়া হয় গোটা ঘটনা।

আরও পড়ুন- দেরিতে হলেও ক্ষমতা পেলেন তেজস্বী, বিহারে বিরোধী শুধু বিজেপি

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version