Wednesday, August 27, 2025

ক্লাসরুমে বসেই চলছে মদ্যপান! একাদশ শ্রেণির ছাত্রদের ‘দাদাগিরিতে’অচলাবস্থা সরিষা হাইস্কুলে

Date:

ক্লাসের মধ্যেই চলছে দেদার মদ্যপান (Alcohol consumption)। স্কুলের যেখানে সেখানে গুটখার পিক ফেলা থেকে শুরু করে ক্লাসরুমের পাখার ব্লেড দুমড়ে মুচড়ে দেওয়া ,প্রতিদিনই একের পর এক নক্কারজনক ঘটনা ঘটছে। আর এই নিয়েই এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার সরিষা হাইস্কুল (Sarisha High School)। স্কুলের একাদশ শ্রেণির জনা কয়েক ছাত্রের (Students) দাদাগিরিতে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত শিক্ষক-শিক্ষিকাদের। বকাবকি হোক বা কড়া শাসন সবকিছু করেও ছাত্রদের বাগে আনা সম্ভব হচ্ছে না। দিনে দিনে স্কুলে তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

দক্ষিণ ২৪ পরগণার সরিষা হাইস্কুল (Sarisha High School) চত্বরেও ঘটনায় নিন্দায় সরব নেটিজেনরা। যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই একাদশ শ্রেণির ছাত্ররা ক্লাসে নানারকমের কুকর্ম করে বলে জানাচ্ছেন শিক্ষকরা। শুধু ক্লাসরুমে মদ্যপানই নয়, খাতায় ইঙ্গিতপূর্ণ অশ্লীল মন্তব্য লেখা থেকে শুরু করে অন্য ক্লাসের ছাত্রীদের বিরক্ত করার ঘটনাও ঘটছে নিত্য দিন। স্কুলের কাউকেই তোয়াক্কা করেন না এই ছাত্ররা বলে উঠছে অভিযোগ। শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদের যথেষ্ট অপমানিত হতে হয় বলে জানা যাচ্ছে। ক্লাস ইলেভেনের ছাত্রদের এমন কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ হয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (Teachers)। ছাত্রদের এমন কাণ্ডের পেছনে প্রাক্তন ছাত্রদের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে। শিক্ষকরা শিক্ষিকারা একত্রিত হয়ে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছেন। চিঠি পেয়ে দ্রুত অভিভাবকদের সঙ্গে বৈঠকের (Meeting)আশ্বাস দেওয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে যথোপযুক্ত পদেক্ষেপ নেওয়া না হলে ক্লাস বয়কটের রাস্তাতেও হাঁটতে পারেন শিক্ষক-শিক্ষিকারা বলে জানা যাচ্ছে। তবে স্কুলের প্রধান শিক্ষক এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি সাফ জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে কথা বলার পরই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন।

Related articles

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
Exit mobile version