ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল বরের (Koyel Bar)। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।ওর অভিভাবক, কোচ – সকলকে জানাই শুভেচ্ছা। আগামী দিনে কোয়েল আরও ভালো খেলবে, অলিম্পিক্সে পদক জিতে বাংলার মুখ আরও উজ্জ্বল করবে, এই প্রত্যাশা আমি করি। ওর যে কোনও দরকারে রাজ্য সরকার ওর পাশে থাকবে।’
আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।
ওর অভিভাবক, কোচ – সকলকে জানাই শুভেচ্ছা।
আগামীদিনে…
— Mamata Banerjee (@MamataOfficial) August 27, 2025
গুজরাটে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ১৭ বছরের কোয়েল ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড গড়েছেনা। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেই ১০৭ কেজি ভারোত্তোলন করেন তিনি, এর আগে ১০৫ কেজির রেকর্ড ছিল। ছেলেদের বিভাগে ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন অনিক মোদি। দুই বিভাগ মিলিয়ে ২৩৮ কেজি ভারোত্তোলন করে রেকর্ড গড়েছেন এই বঙ্গসন্তানও।
–
–
–
–
–
–
–
–