এবারের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ১৮ জন ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধি।সেনাবাহিনীর প্রতিনিধিদের হাত ধরে কমনওয়েলথ গেমস থেকে চারটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট ৮টি পদক এসেছে ভারতের ভাঁড়ারে।

সোনা জিতেছেন ভারোত্তোলক নায়েব সুবেদার জেরেমি লালরিন্নুগা, ভারোত্তোলক হাবিলদার অচিন্ত্য শিউলি, বক্সার সুবেদার অমিত পাংহাল এবং কুস্তিগীর সুবেদার দীপক পুনিয়া। রুপো জিতেছেন অ্যাথলিট সুবেদার অবিনাশ সাবলে। ব্রোঞ্জ জিতেছেন হাবিলদার দীপক নেহরা, সুবেদার বক্সার মহম্মদ হুসামুদ্দিন ও সুবেদার সন্দীপ কুমার।প্রত্যেকের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে।সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীর প্রথা মেনে সকলেরই পদোন্নতি হবে।
