Sunday, November 9, 2025

অনুব্রতকে বাগে আনতে বুধবার গভীর রাতে বোলপুরে সিবিআই আধিকারিকরা!

Date:

Share post:

সিবিআই দফতরে বুধবারও হাজিরা দেননি অনুব্রত৷ সারাদিন ধরে সিবিআইকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। তবে বসে নেই সিবিআই। তারাও এর শেষ দেখে ছাড়তে চায়। অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার গভীর রােত বোলপুরে পৌঁছল সিবিআই আধিকারিকদের বিরাট দল৷ বৃহস্পতিবার ভোরেই বোলপুর থেকে অভিযানে নেমেছেন সিবিআই আধিকারিকরা ৷ যা গতিপ্রকৃতি তাতে এবার যে সিবিআইয়ের জাল কেটে বেরোতে পারবেন না অনুব্রত, তা ক্রমশে স্পষ্ট হচ্ছে।

গত সোমবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ কিন্তু হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান অনুব্রত৷ যদিও হাসপাতালে তাঁকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় ৷ ওই দিন বিকেলেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান। মঙ্গলবার সকালে অনুব্রতর বোলপুরের বাড়িতে ফের হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই৷ যদিও সেই নোটিসকেও পাত্তা দেননি কেষ্টদা৷ বুধবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের সিবিআইয়ের কাছে ১৪ দিন সময় চান অনুব্রত৷
মঙ্গলবার অনুব্রতকে দেখতে তাঁর বাড়িতে যান বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তিনি অবশ্য পরে দাবি করেন, জোর করে তাঁকে দিয়ে সাদা কাগজে বেড রেস্টের কথা লিখিয়ে নেন অনুব্রত৷ এর পরেই অনুব্রতর অসুস্থতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। অভিযোগ ওঠে তার প্রভাবশালী তকমা নিয়ে।
বিশ্বস্ত সূত্রের খবর, সিবিআইকে এড়াতে এবার অনুব্রত চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে পারেন। যদিও বুধবার গভীর রাতেই বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের বিরাট দল৷ সিবিআই আধিকারিকদের নিয়ে মোট পাঁচটি গাড়ি বুধবার রাতে বোলপুরে পৌঁছয়৷ এর মধ্যে তিনটি গাড়ি এসেছে কলকাতার নিজাম প্যালেস থেকে৷ দু’টি গাড়ি এসেছে আসানসোলের সিবিআই দফতর থেকে । সিবিআইয়ের এই তৎপরতা এড়িয়ে আদৌ বীরভূমের কেষ্টদা কিভাবে লুকোচুরি খেলবেন, তা সময়ই বলবে।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...