Wednesday, January 14, 2026

অনুব্রতকে বাগে আনতে বুধবার গভীর রাতে বোলপুরে সিবিআই আধিকারিকরা!

Date:

Share post:

সিবিআই দফতরে বুধবারও হাজিরা দেননি অনুব্রত৷ সারাদিন ধরে সিবিআইকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। তবে বসে নেই সিবিআই। তারাও এর শেষ দেখে ছাড়তে চায়। অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার গভীর রােত বোলপুরে পৌঁছল সিবিআই আধিকারিকদের বিরাট দল৷ বৃহস্পতিবার ভোরেই বোলপুর থেকে অভিযানে নেমেছেন সিবিআই আধিকারিকরা ৷ যা গতিপ্রকৃতি তাতে এবার যে সিবিআইয়ের জাল কেটে বেরোতে পারবেন না অনুব্রত, তা ক্রমশে স্পষ্ট হচ্ছে।

গত সোমবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ কিন্তু হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান অনুব্রত৷ যদিও হাসপাতালে তাঁকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় ৷ ওই দিন বিকেলেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান। মঙ্গলবার সকালে অনুব্রতর বোলপুরের বাড়িতে ফের হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই৷ যদিও সেই নোটিসকেও পাত্তা দেননি কেষ্টদা৷ বুধবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের সিবিআইয়ের কাছে ১৪ দিন সময় চান অনুব্রত৷
মঙ্গলবার অনুব্রতকে দেখতে তাঁর বাড়িতে যান বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তিনি অবশ্য পরে দাবি করেন, জোর করে তাঁকে দিয়ে সাদা কাগজে বেড রেস্টের কথা লিখিয়ে নেন অনুব্রত৷ এর পরেই অনুব্রতর অসুস্থতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। অভিযোগ ওঠে তার প্রভাবশালী তকমা নিয়ে।
বিশ্বস্ত সূত্রের খবর, সিবিআইকে এড়াতে এবার অনুব্রত চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে পারেন। যদিও বুধবার গভীর রাতেই বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের বিরাট দল৷ সিবিআই আধিকারিকদের নিয়ে মোট পাঁচটি গাড়ি বুধবার রাতে বোলপুরে পৌঁছয়৷ এর মধ্যে তিনটি গাড়ি এসেছে কলকাতার নিজাম প্যালেস থেকে৷ দু’টি গাড়ি এসেছে আসানসোলের সিবিআই দফতর থেকে । সিবিআইয়ের এই তৎপরতা এড়িয়ে আদৌ বীরভূমের কেষ্টদা কিভাবে লুকোচুরি খেলবেন, তা সময়ই বলবে।

 

spot_img

Related articles

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...