অনুব্রতকে বাগে আনতে বুধবার গভীর রাতে বোলপুরে সিবিআই আধিকারিকরা!

বৃহস্পতিবার ভোরেই বোলপুর থেকে অভিযানে নেমেছেন সিবিআই আধিকারিকরা

সিবিআই দফতরে বুধবারও হাজিরা দেননি অনুব্রত৷ সারাদিন ধরে সিবিআইকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। তবে বসে নেই সিবিআই। তারাও এর শেষ দেখে ছাড়তে চায়। অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার গভীর রােত বোলপুরে পৌঁছল সিবিআই আধিকারিকদের বিরাট দল৷ বৃহস্পতিবার ভোরেই বোলপুর থেকে অভিযানে নেমেছেন সিবিআই আধিকারিকরা ৷ যা গতিপ্রকৃতি তাতে এবার যে সিবিআইয়ের জাল কেটে বেরোতে পারবেন না অনুব্রত, তা ক্রমশে স্পষ্ট হচ্ছে।

গত সোমবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ কিন্তু হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান অনুব্রত৷ যদিও হাসপাতালে তাঁকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় ৷ ওই দিন বিকেলেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান। মঙ্গলবার সকালে অনুব্রতর বোলপুরের বাড়িতে ফের হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই৷ যদিও সেই নোটিসকেও পাত্তা দেননি কেষ্টদা৷ বুধবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের সিবিআইয়ের কাছে ১৪ দিন সময় চান অনুব্রত৷
মঙ্গলবার অনুব্রতকে দেখতে তাঁর বাড়িতে যান বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তিনি অবশ্য পরে দাবি করেন, জোর করে তাঁকে দিয়ে সাদা কাগজে বেড রেস্টের কথা লিখিয়ে নেন অনুব্রত৷ এর পরেই অনুব্রতর অসুস্থতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। অভিযোগ ওঠে তার প্রভাবশালী তকমা নিয়ে।
বিশ্বস্ত সূত্রের খবর, সিবিআইকে এড়াতে এবার অনুব্রত চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে পারেন। যদিও বুধবার গভীর রাতেই বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের বিরাট দল৷ সিবিআই আধিকারিকদের নিয়ে মোট পাঁচটি গাড়ি বুধবার রাতে বোলপুরে পৌঁছয়৷ এর মধ্যে তিনটি গাড়ি এসেছে কলকাতার নিজাম প্যালেস থেকে৷ দু’টি গাড়ি এসেছে আসানসোলের সিবিআই দফতর থেকে । সিবিআইয়ের এই তৎপরতা এড়িয়ে আদৌ বীরভূমের কেষ্টদা কিভাবে লুকোচুরি খেলবেন, তা সময়ই বলবে।