Thursday, November 6, 2025

ভারত-বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের। নানান উৎসবে দুই বাংলার মধ্যে বিভিন্ন উপহার আদান-প্রদানের চল রয়েছে। আজ রাখিপূর্ণিমার দিনও তার অন্যথা হল না। দুই বাংলার এই বিশেষ উৎসবে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাখিবন্ধন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি ও কচুরিপানার তৈরি রাখি পাঠানো হল।  বুধবার বনগাঁ পুরসভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে এই উপহার তুলে দেওয়া হয় বাংলাদেশের সাংসদদের হাতে।

আরও পড়ুন:আজ রাখি পূর্ণিমা, জেনে নিন কেন পালিত হয় এই উৎসব

উপহার পেয়ে বনগাঁ পৌরসভার সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সাংসদ বলেন, “দারুণ দিনে আপনারা এই উপহার আমাদের দিলেন ৷ আমি কচুরিপানার তৈরি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব । ভারত-বাংলাদেশ সম্পর্ক যে কত বেশি মজবুত, এটাই তার বহিঃপ্রকাশ ।”

মমতা-হাসিনা উভয়ের মধ্যে আগেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ মিলেছে।  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁর সংসদসদস্যের হাত দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য উপহার পাঠিয়েছিলেন শেখ হাসিনা। রাখিতে সেই সৌজন্য ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পেট্রাপোল বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিনের হাতে এই রাখি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷

পৌরসভার সূত্রের খবর, বনগাঁর ঐতিহ্যবাহী নদীর কচুরিপানা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা রাখি তৈরি করেছেন । তাঁদের হাতে তৈরি রাখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ আমেরিকা, জার্মান, কানাডার মত দেশের রাষ্ট্রপ্রধানদের পাঠানো হয়েছে।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version