সম্পত্তি বৃদ্ধি মামলা: ইডিকে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে ৩ মন্ত্রী

শাসক দলের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)-কে(ED) পার্টি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। গত সোমবার দেওয়া আদালতের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mallick) এবং অরূপ রায়(Arup Roy)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুক্রবার আর্জি জানান ওই তিন মন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে।

২০১১ থেকে ২০১৬ এই ৫ বছরে কী ভাবে শাসকদলের ১৯ জনের সম্পত্তি এত বৃদ্ধি পেল? নির্বাচন কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে ২০১৭ সালের দুটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাটি করেন অনিন্দ্যসুন্দর দাস এবং বিপ্লবকুমার চৌধুরী। সেই মামলার সূত্র ধরেই নতুন করে আদালতে মামলা করেন আইনজীবী শামিম আহমেদ। রাজ্যের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধির এই মামলায় গত ৮ অগাস্ট তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মামলায় ইডিকে যুক্ত করে আদালত। যে ১৯ জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয় তারা হলেন, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, শিউলি সাহা, অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Previous article৮ বছর পরেও সারদা মামলায় তথ্য দিতে না পারায় হাইকোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের
Next articleWeather Update: ফের নিম্নচাপ! সপ্তাহান্তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গে