Saturday, August 23, 2025

সম্পত্তি বৃদ্ধি মামলা: ইডিকে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে ৩ মন্ত্রী

Date:

শাসক দলের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)-কে(ED) পার্টি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। গত সোমবার দেওয়া আদালতের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mallick) এবং অরূপ রায়(Arup Roy)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুক্রবার আর্জি জানান ওই তিন মন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে।

২০১১ থেকে ২০১৬ এই ৫ বছরে কী ভাবে শাসকদলের ১৯ জনের সম্পত্তি এত বৃদ্ধি পেল? নির্বাচন কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে ২০১৭ সালের দুটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাটি করেন অনিন্দ্যসুন্দর দাস এবং বিপ্লবকুমার চৌধুরী। সেই মামলার সূত্র ধরেই নতুন করে আদালতে মামলা করেন আইনজীবী শামিম আহমেদ। রাজ্যের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধির এই মামলায় গত ৮ অগাস্ট তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মামলায় ইডিকে যুক্ত করে আদালত। যে ১৯ জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয় তারা হলেন, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, শিউলি সাহা, অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version