Saturday, May 3, 2025

সবে মাত্র নিম্নচাপের (Depression)দাপট কেটেছে। এখনও দফায় দফায় বৃষ্টি (Rain)হচ্ছে বঙ্গের সর্বত্র। তার মধ্যেই আবার নয়া সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস জানিয়েছে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। যার জেরে সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বিভিন্ন জেলা।

এই বছর প্রয়োজন মতো বৃষ্টি হয় নি দক্ষিণবঙ্গে। স্বভাবতই বৃষ্টির ঘাটতির জেরে চিন্তায় রাজ্যের কৃষি দফতর। এর মাঝে গত কয়েকদিনের নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের খবরে সামান্য স্বস্তি মিলেছিল। যদিও বৃষ্টি কমে গেলে সেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। আজ শুক্রবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামিকাল থেকে আবহাওয়ার বদল হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় সতর্ক থাকতে হবে। হাওয়া অফিসের মতে আগামিকাল উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলায়। কাল থেকে আগামী ২ দিন ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ শুক্রবার রাতের দিক থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হবে এবং কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সপ্তাহান্তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আগের নিম্নচাপের দাপট সামলাতে উপকূলবর্তী এলাকায় কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। এবারও প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিচ্ছে প্রশাসন।

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version