Sunday, August 24, 2025

স্বাস্থ্যপরীক্ষার পর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে অনুব্রত, শুরু হবে জেরা

Date:

স্বাস্থ্যপরীক্ষা করাতে নিজাম প্যালেস থেকে আলিপুরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া  হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। হাসপাতালে ঢোকার সময় কোনও কথা বলেননি অনুব্রত।আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের ১ ঘণ্টা ৫০ মিনিট স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।

সব পরীক্ষা-নিরীক্ষার পর কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, কিছু শারীরিক সমস্যা থাকলেও এই মুহূর্তে অনুব্রতর হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।আগে যে সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, সেসব খতিয়ে দেখেন চার সদস্যের মেডিকেল বোর্ড। ওই বোর্ডে ছিলেন শল্যচিকিৎসা বিভাগ, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- এবার বাড়ি ভাড়ায় ১৮ শতাংশ জিএসটি, দুশ্চিন্তায় ভাড়াটেরা

বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। সে কারণেই মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছিল এক জন শল্যচিকিৎসক, যিনি ফিশচুলার অবস্থা খতিয়ে দেখেন। শ্বাসকষ্টের বিষয়টি খতিয়ে দেখার জন্য বোর্ডে ছিলেন এক জন কার্ডিওলজিস্ট। আগের সব রিপোর্ট খতিয়ে দেখা হয়। সকাল থেকে তাকে জেরা করতে পারেনি সিবিআই। যদিও তার জন্য একাধিক প্রশ্নমালা তৈরি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ফের নিজাম প্যালেসে অনুব্রতকে ফিরিযে আনা হয় কড় নিরাপত্তার মধ্য দিয়ে।স্বাস্থ্যপরীক্ষার পর এবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই।

গরুপাচার মামলায় ১১ অগস্ট, বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। ওই দিন বিকেল ৫টায় অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে আসানসোল থেকে গাড়িতে অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version