Friday, December 19, 2025

৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক, হতাশ কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে মরিয়া বঙ্গ বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে কুৎসা, অপপ্রচারকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল বিজেপি। মুখ থুবড়ে পড়েছিল। এরপর বঙ্গ বিজেপির বিভিন্নস্তরের সংগঠনে ভাঙন ধরে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। দলের মধ্যে একাধিক লবি। সেই জায়গা থেকে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির। তাই শাসক দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতি এখন হাতিয়ার বিজেপির। এবার সেই হাতিয়ারে শান দিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। ফলে পুজোর আগে ফের উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি।

এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির গ্রেফতারের পর এখন জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরুপাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। এই ইস্যুকে সামনে রেখে দলের হতাশ কর্মীদের উজ্জীবিত করতে শুক্রবার বিজেপি নেতৃত্বের তরফে জানান হয়েছে, “মার খাওয়ার দিন চলে গিয়েছে। লড়াই করতে হবে। পার্টি আপনাদের হয়ে মামলা করবে।” নবান্ন অভিযানের ডাক দিয়ে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই বাংলার বুকে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে পদ্মশিবির।

এদিকে অনুব্রত ইস্যুতে গতকাল, বৃহস্পতিবার আসানসোল দেখল বাম-বিজেপি-কংগ্রেসের রামধনু জোট। ওইদিন আদালত চত্বরে পৌঁছে যান সিপিএমের নেতা-কর্মী-সমর্থকরা হাতে হাতে নকুল দানা।ল, প্ল্যাকার্ডে ‘চড়াম চড়াম’ লিখে অনুব্রতকে কটাক্ষ করে। আবেগে আনন্দে নাচতে থাকেন গেরুয়া সমর্থক মহিলারা। সিপিএমের চড়াম চড়াম ঢাকের তালে নাচেন বিজেপির মহিলা সমর্থকরা। অনুব্রত গ্রেপ্তার ইস্যুতে আসানসোলে বাম-বিজেপি যেভাবে আবেগ-আনন্দ-উচ্ছ্বাস প্রকাশের ঐক্য দেখাল, তা বাংলার রাজনীতিতে এক বিরল দৃশ্য!

আরও পড়ুন- Tamil Nadu: দলিত হওয়ায় চেয়ারে বসার অধিকার নেই, মেঝেতে ঠাঁই পঞ্চায়েত প্রতিনিধিদের

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...