Friday, January 30, 2026

৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক, হতাশ কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে মরিয়া বঙ্গ বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে কুৎসা, অপপ্রচারকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল বিজেপি। মুখ থুবড়ে পড়েছিল। এরপর বঙ্গ বিজেপির বিভিন্নস্তরের সংগঠনে ভাঙন ধরে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। দলের মধ্যে একাধিক লবি। সেই জায়গা থেকে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির। তাই শাসক দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতি এখন হাতিয়ার বিজেপির। এবার সেই হাতিয়ারে শান দিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। ফলে পুজোর আগে ফের উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি।

এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির গ্রেফতারের পর এখন জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরুপাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। এই ইস্যুকে সামনে রেখে দলের হতাশ কর্মীদের উজ্জীবিত করতে শুক্রবার বিজেপি নেতৃত্বের তরফে জানান হয়েছে, “মার খাওয়ার দিন চলে গিয়েছে। লড়াই করতে হবে। পার্টি আপনাদের হয়ে মামলা করবে।” নবান্ন অভিযানের ডাক দিয়ে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই বাংলার বুকে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে পদ্মশিবির।

এদিকে অনুব্রত ইস্যুতে গতকাল, বৃহস্পতিবার আসানসোল দেখল বাম-বিজেপি-কংগ্রেসের রামধনু জোট। ওইদিন আদালত চত্বরে পৌঁছে যান সিপিএমের নেতা-কর্মী-সমর্থকরা হাতে হাতে নকুল দানা।ল, প্ল্যাকার্ডে ‘চড়াম চড়াম’ লিখে অনুব্রতকে কটাক্ষ করে। আবেগে আনন্দে নাচতে থাকেন গেরুয়া সমর্থক মহিলারা। সিপিএমের চড়াম চড়াম ঢাকের তালে নাচেন বিজেপির মহিলা সমর্থকরা। অনুব্রত গ্রেপ্তার ইস্যুতে আসানসোলে বাম-বিজেপি যেভাবে আবেগ-আনন্দ-উচ্ছ্বাস প্রকাশের ঐক্য দেখাল, তা বাংলার রাজনীতিতে এক বিরল দৃশ্য!

আরও পড়ুন- Tamil Nadu: দলিত হওয়ায় চেয়ারে বসার অধিকার নেই, মেঝেতে ঠাঁই পঞ্চায়েত প্রতিনিধিদের

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...