Thursday, November 13, 2025

ওড়িশায় ভয়াবহ দৃশ্য! বুক সমান জল পেরিয়ে বাবার মৃতদেহ সৎকার সন্তানদের

Date:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা (Odisha)। টানা বৃষ্টিতে একদিকে যেমন নদীতে বেড়েছে জলস্তর, ঠিক তেমনই জল থইথই একাধিক এলাকা। এদিকে টানা বৃষ্টির (Rain) জলে ফুলেফেঁপে উঠেছে ওড়িশার কালাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লকের একটি নদী। সেই নদীতেই এবার মর্মান্তিক ও ভয়াবহ দৃশ্য ধরা পড়ল। এক বুক জল পেরিয়ে মৃত বাবাকে শ্মশানে নিয়ে গেলেন ছেলে-মেয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে একদিকে যেমন শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেটাগরিকরা, ঠিক তেমনই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ।

গত মঙ্গলবার গোলামুন্ডা ব্লকের বেহরাগুড়া গ্রামে প্যারালিসিসে (Paralysis) আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর সান্তা রানা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর সৎকার কি ভাবে হবে? সেই নিয়েই বিপাকে পড়েন পরিজনরা। একে বৃষ্টির জলে জলমগ্ন গোটা গ্রাম, তার উপর শ্মশানও গ্রামের নদী পেরিয়ে অনেকটাই যেতে হয়। নদীর উপরে নেই কোনও সেতু। অবশেষে উপায় না পেয়ে বাবার মৃতদেহ কাঁধে তুলে বৃষ্টির মধ্যেই বুক-সমান জল পেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন সান্তাবাবুর ছেলে ও মেয়ে সহ পরিবারের লোকজন। বৃষ্টির জলে যাতে মৃতদেহ ভিজে না যায় সেই কারণে কলাপাতা দিয়ে ঢেকে নেওয়া হয় মৃতদেহ। এরপর সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে শ্মশানে মৃতদেহ সৎকার করা হয়।

ঘটনায় প্রশাসনের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, একাধিকবার আবেদন করা হলেও সেতু বানানোর জন্য কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। গোটা বছরই নদী পেরিয়ে ওপারে যেতে হয়। তবে বর্ষাকালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন আর কিছুই করার থাকে না।

 

 

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version