Sunday, May 4, 2025

সবে মাত্র নিম্নচাপের (Depression)দাপট কেটেছে। এখনও দফায় দফায় বৃষ্টি (Rain)হচ্ছে বঙ্গের সর্বত্র। তার মধ্যেই আবার নয়া সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস জানিয়েছে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। যার জেরে সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বিভিন্ন জেলা।

এই বছর প্রয়োজন মতো বৃষ্টি হয় নি দক্ষিণবঙ্গে। স্বভাবতই বৃষ্টির ঘাটতির জেরে চিন্তায় রাজ্যের কৃষি দফতর। এর মাঝে গত কয়েকদিনের নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের খবরে সামান্য স্বস্তি মিলেছিল। যদিও বৃষ্টি কমে গেলে সেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। আজ শুক্রবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামিকাল থেকে আবহাওয়ার বদল হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় সতর্ক থাকতে হবে। হাওয়া অফিসের মতে আগামিকাল উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলায়। কাল থেকে আগামী ২ দিন ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ শুক্রবার রাতের দিক থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হবে এবং কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সপ্তাহান্তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আগের নিম্নচাপের দাপট সামলাতে উপকূলবর্তী এলাকায় কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। এবারও প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিচ্ছে প্রশাসন।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version