Wednesday, May 14, 2025

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্যের আইন দফতর। অর্থ দফতরের সম্মতিও মিলেছে। মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার বিষয়টি অনুমোদন হয়ে গেলেই রাজ্যে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।

রাজ্যের প্রধান শিক্ষকের প্রায় আড়াই হাজার শূন্য পদে রয়েছে বলে স্কুল শিক্ষা দফতরের তরফে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court ) হয়েছে। সেই পদগুলিতেই নিয়োগের তৎপর রাজ্য। স্কুল ভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা এসএসসিতে পাঠিয়ে দেবে বলেই সূত্রের খবর। মন্ত্রিসভার অনুমোদন পেলে সেপ্টেম্বর মাসের প্রথমেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে SSC।

পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে নয়া নিয়োগের ক্ষেত্রেও বিধি প্রায় প্রস্তুত। সেই নিয়োগের বিধিও খুব শীঘ্রই রাজ্যের আইন দফতরকে পাঠানো হবে।

প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু রদবদল আনা হয়েছে নিয়মে। সূত্রের খবর,
• প্রধান শিক্ষক পদের জন্য মোট ১০০ নম্বরের হবে পরীক্ষা।
• ৯০ নম্বর হবে লিখিত।
• ১০ নম্বরের হবে ইন্টারভিউ।
• লিখিত পরীক্ষা পুরো নেওয়া হবে ওএমআর শিটে।

এসএসসি সূত্রে খবর সেক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাটার্ন কী হবে তা বিজ্ঞপ্তি জারির পর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি, ইন্টারভিউ এবং উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন:সতীশ কুমারের আমলে সব থেকে বেশি গরুপাচার! তদন্তে নজরে অনুব্রতর সম্পত্তি

 

Related articles

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...
Exit mobile version