Thursday, November 6, 2025

সঙ্কটে সলমন রুশদি (salman rushdi)। নিউইয়র্কের (new York) অনুষ্ঠানমঞ্চেই হামলাকারীর ছুরিতে (attacked with knife) শুক্রবার আক্রান্ত হন লেখক। এয়ারলিফ্ট (airlift) করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারও হয়। ভেন্টিলেশনে (ventilation) রয়েছেন। আশঙ্কার কথা হলো, সুস্থ হলেও একটি চোখ হারাতে পারেন ( lose one eye sight) রুশদি।

ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদিকে গা ঢাকা দিয়েই থাকতে হয়েছে শেষ কয়েক দশক। ১৯৮৮ সালে তাঁর বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ (the satanic verses) প্রকাশিত হতেই মৌলবাদীদের বিষনজরে তিনি। তাঁর নামে মৃত্যু পরোয়ানা (death warrant) জারি করেন ইরানের তত্‍কালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। নয়ের দশকে ইটালির মিলানে (Milan, Italy) তাঁর উপর হামলা হয়। গত ২০ বছর ধরে নিউ ইয়র্কেই থাকছেন।

শুক্রবার নিউইয়র্কের শতকা ইনস্টিটিউশনে বক্তব্য রাখছিলেন রুশদি। পরিচয় পর্ব চলছে, এমন সময় আচমকাই ছুরি নিয়ে মঞ্চে উঠে পড়ে সেই আততায়ী। সোজা ঝাঁপিয়ে পড়ে রুশদির উপর। এলোপাথাড়ি ১০-১২টি ছুরির কোপ মারেন লেখককে। মঞ্চেই লুটিয়ে পড়েন বুকারজয়ী রুশদি। ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজকরা। প্রাথমিক চিকিত্‍সার পরই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘাড়ে ও পেটে গভীর ক্ষত। দীর্ঘ অস্ত্রোপচার। আপাতত ভেন্টিলেশন। কথা বলতে পারছেন না। সুস্থ হলেও একটি চোখ হারাতে পারেন। তাঁর বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছেন, খবর ভাল নয়। রুশদি হয়তো একটি চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন। হাতের স্নায়ু ও লিভারও ছুরির আঘাতে ক্ষতিগ্রস্ত।

হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হাদি মাতার (২৪)। নিউজার্সির বাসিন্দা। রুশদির অনুষ্ঠানের পাসও তার কাছে ছিল। কী কারণে সে হামলা চালাল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version