Wednesday, August 27, 2025

‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে বানানো হবে জুতো।’ তৃণমূল সাংসদ সৌগত রায়ের এমনই মন্তব্য নিয়ে বিতর্কে তৈরি হয়। রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক দলীয় কর্মসূচি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন, ‘যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানো হবে।’

পরে অবশ্য সৌগত রায় বলেন, ‘তৃণমূলকে যারা চোর বলছে, তাঁদের উদ্দেশ্যে রূপক হিসেবে ব্যবহার করেছিলাম’। ‘না করলেই ভাল হত, ভুল হয়েছে’। ‘দুঃখপ্রকাশ করতে পারি, ক্ষমা চাইবার প্রশ্ন নেই’।

এসএসসি দুর্নীতিকাণ্ডে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরপরই গোরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।এই দুই তাবড় নেতার গ্রেফতারির পর লাগাতার সমালোচনায় বিঁধছে বিরোধী শিবির। যদিও এর পালটা জবাব দিচ্ছে তৃণমূল শিবির। এই পরিস্থিতিতে এবার সমালোচকদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
সৌগত রায় বলেন, ওরা যে ভাষা ব্যবহার করছে তার সঙ্গে আমি একমত নই। একটা কথা আমি কালও বলেছিলাম, যে ভাবে সিপিএম ও বিজেপি প্ররোচনা দিচ্ছে এটা সাধারণ তৃণমূল কর্মীদের পক্ষে সহ্য করা মুসকিল। দুজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তা নিয়ে ওরা নেচে নেচে গুড় বাতাসা বিলি করবে আর বলবে তৃণমূলের সবাই চোর! এটা তৃণমূলের লোকেরা সহ্য করবে কেন?

যদিও দলীয় নেতাদের সংযত হওয়ার বার্তাই দিয়েছেন ফিরহাদ হাকিম। বিরোধীদের উস্কানি ও কুৎসাকে ‘অসভ্যতামি’ অ্যাখ্যা দিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমান পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দেন। তিনি বলেন, “ধৈর্য হারাবেন না।”
প্রবীণ সাহিত্যিক লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, বিরোধীরা যে ভাষায় সমালোচনা শুরু করেছে যেভাবে সমালোচনা হচ্ছে তাতে নরম করে প্রত্যুত্তর দেওয়ার কোনও জায়গা নেই। লাগাতার বিরোধীদের আক্রমণের ফলেই তৃণমূল নেতারা এভাবে মেজাজ হারিয়ে ফেলছেন বলে তিনি মনে করছেন।

 

Related articles

গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী।...

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...
Exit mobile version