Sunday, November 9, 2025

ঝাড়খণ্ডকে ভাঙার ষড়যন্ত্র রুখেছি, বিজেপির হাতছাড়া বিহার: তীব্র কটাক্ষ মমতার

Date:

টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি- ঝাড়খণ্ডে সরকার ফেলার ষড়যন্ত্র নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক কেনাবেচা করে মহারাষ্ট্রের ধাঁচে ঝাড়খণ্ডে সরকার ফেলতে চেয়েছিল বিজেপি (BJP)। সেই ষড়যন্ত্র এখন প্রকাশ্যে। আর বিধায়কদের হাতেনাতে ধরে সেই ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে বাংলার পুলিশ (Police)। রবিবার, অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একইসঙ্গে তীব্র আক্রমণ করেন পদ্ম শিবিরের বিরুদ্ধে।

মমতা বলেন, “বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা, তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ?” তোপ দাগেন মমতা। বলেন, “ঝাড়খণ্ড বাঁচিয়ে দিলাম বলে বিহার থেকে বিজেপি পালিয়ে গেল।” মুখ্যমন্ত্রীর কথা এবার দেখবেন ঝুড়ি থেকে লাড্ডুগুলো টুপটাপ খসে পড়ছে।

মোদি জমানায় অরাজকতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় চার লক্ষ লোক দেশ ছেড়ে চলে গিয়েছে এই কেন্দ্রীয় সরকারের আমলে। শুধু রাজনৈতিক নেতাদের নয়, আমলাদেরও ভয় দেখাচ্ছে কেন্দ্র। রাজ্যের ৮ আইপিএসকে দিল্লিতে তলব প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি বিরোধী শূন্য দেশ তৈরি করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বলেই তাঁর উপর আক্রমণ চালাচ্ছে- ভর্ৎসনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সব বিরোধীদের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি কি বলতে পারব দেশে রাজনৈতিক স্বাধীনতা আছে? প্রশ্ন তুললেন মমতা। বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলনের পাঁচটা গান যাঁরা বলতে পারবেন না, তাঁরা আজ বেশি দেশপ্রেমের কথা বলছে।

আরও পড়ুন- Draupadi Murmu: স্বাধীনতার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version