Tuesday, November 4, 2025

অতি বাড় বেড়ো না: সম্পত্তির প্রসঙ্গ তুলে নাম না করে শুভেন্দুকে বিস্ফোরক আক্রমণ মমতার

Date:

তোমার কটা বাড়ি? কটা গাড়ি? কটা পেট্রোল পাম্প? – রবিবার সন্ধেয় বেহালার ম্যানটনের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সরাসরি বলেন, “মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে”।

শুভেন্দু অধিকারীকে নিশানা করে একের পর এক তোপ দাগেন তৃণমূলনেত্রী। বলেন, “বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।”

শুভেন্দু সম্পত্তির প্রসঙ্গ তুলে মমতা পাল্টা বলেন, “আমি যদি জিজ্ঞেস করি, তোমার কটা বাড়ি? কটা গাড়ি? কটা পেট্রোল পাম্প? কটা ট্রলার? কী করেছ মুর্শিদাবাদে-মালদায়-মেদিনীপুর-ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায়? সব চাকরি তো তুমিই দিয়েছ বাবা! আর এখন, যত দোষ, নন্দ ঘোষ। বেরোবে, বেরোবে, বেরোবে। আজকে অনেকেই বলছে তো, যে টাকা নিয়েছ তা ফিরিয়ে দাও। এরাই কি না আজ অন্যের সম্পত্তির হিসেব চায়।”

বিরোধী দলনেতাকে ‘মীরজাফর-গদ্দার’ বলে উল্লেখ করে মমতা বলেন, “কে সেটিং করেছিল নন্দীগ্রামে? যান এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন। লক্ষ্মণ শেঠকে জিজ্ঞেস করুন। আমি রাস্তায় পড়েছিলাম। সব দেখেছি। কিন্তু কিছু বলতে পারিনি। প্রশংসা করেছি। কারণ নিজের বিষ নিজে হজম করতে হয়েছিল তো। তখন আমাদের দলে ছিল। তৃণমূল কংগ্রেস গঠনের সময় কিন্তু দলে ছিল না। পরে এসেছে। ভোটের ঠিক আগে গদ্দারি করে পালিয়েছে।”

আরও পড়ুন- ঝাড়খণ্ডকে ভাঙার ষড়যন্ত্র রুখেছি, বিজেপির হাতছাড়া বিহার: তীব্র কটাক্ষ মমতার


 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version