Monday, August 25, 2025

ভয় পাবেন না, রাস্তায় নেমে প্রতিবাদ করুন: গর্জে উঠলেন মমতা, ‘খেলা হবে’ দিবস থেকেই আন্দোলনের ডাক

Date:

গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সন্ধেয় প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বেহালার ম্যান্টনে স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই অনুব্রতর গ্রেফতারি নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তুমুল আক্রমণ করেন মমতা। একইসঙ্গে ধুয়ে দেন বিরোধীদের। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর বার্তা, “ভয় পাবেন না। রাস্তায় নামুন আন্দোলন করুন।” ১৬ অগাস্ট খেলা হবে দিবস। সেই দিন থেকেই তৃণমূলের উপর রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

“অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট ?” দলের বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে প্রশ্ন মমতার। এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, একছন অনুব্রতকে আটকে রাখলে, লক্ষ অনুব্রত তৈরি হবে। মমতার অভিযোগ, “ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।”

মুুখ্যমন্ত্রী বলেন, কোনওদিন ক্ষমতা বা পদ চাননি অনুব্রত। মমতার কথায়, “গরুপাচারের এত অভিযোগ। গরু তো আসে উত্তরপ্রদেশ থেকে। আমি তো বলেছি বর্ডার থেকে ঢুকতে দেব না। তারপরও কেন বর্ডার থেকে প্রবেশ করতে দেওয়া হয়? সেখানে তো থাকে BSF। দায়িত্ব তো অমিত শাহের। শুধু বাংলাকে দোষ দিলে, আর তৃণমূল নেতাদের বাড়িতে রাতে লোক পাঠালেই হবে না।”

মোদি সরকারকে নিশানা করে তৃণমূলনেত্রী ফের বলেন, “২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার টিকবে না। বিজেপি থাকবে না। মহারাষ্ট্র ভেঙেছে, এবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে। তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে, ব্যর্থ হবে। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, ওসব চলবে না এখানে।”

বিজেপি এজেন্সি দিয়ে তৃণমূলকে আটকাতে চাইছে। এর প্রতিবাদ করেন মমতা। বলেন, “মরে যাব, কিন্তু মাথানত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর, কেষ্টকে অ্যারেস্ট কর। কতজনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।”

বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন মমতা। তাঁর কথায় তৃণমূলের উপর বিরোধীদের আক্রমণের বিচার হবে জনতার আদালতে।

আরও পড়ুন- লগ্নির কী স্ট্র্যাটেজি মেনে চলতেন রাকেশ ঝুনঝুনওয়ালা

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version