ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) নয়, এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়ে বেঙ্গালুরু এফসি-তে (Bengaluru FC) যোগ দিলেন ভারতের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। মোহনবাগানে খেলার আগে কেরল ব্লাস্টার্সে (Kerala Blasters) খেলতেন সন্দেশ। তার আগে বিএফসির হয়ে খেলেছেন তিনি। প্রায় পাঁচ বছর পর ফের নিজের পুরনো ক্লাবে ফিরে গেলেন সন্দেশ।

আসন্ন মরশুমে বিদেশে খেলার ভাবনা ছিল সন্দেশের। ইউরোপের কোনও ক্লাবে খেলার চিন্তা ভাবনা করছিলেন তিনি। তবে সেকথা খুব বেশিদূর এগোয়নি। সেই জন্যই নিজের পুরনো ক্লাবে ফিরে আসার সিদ্ধান্ত নেন সন্দেশ। রবিবার সকালে নিজেদের টুইটারে সন্দেশের সই করার কথা জানিয়ে দেয় বেঙ্গালুরু এফসি।

শোনা গিয়েছিল এই মরশুমে ইমামি ইস্টবেঙ্গলে নাকি আসার কথা রয়েছে সন্দেশের। তা আর হল না। যদিও ক্লাব বা ফুটবলার কোনও তরফ থেকেই সন্দেশের লাল-হলুদ জার্সি পরার ব্যাপারে জানান হয়নি। তবে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর ইমামি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার ব্যাপারে। তবে শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাবে ফিরে গেলেন ভারতীয় ডিফেন্ডার।

ডুরান্ড কাপে খেলবে বিএফসি। ডুরান্ডের গ্রুপ-এতে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের সঙ্গেই একই গ্রুপে রয়েছেন মহামেডান স্পোর্টিং, এফসি গোয়া, জামশেদপুর এফসি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স। ২১ আগস্ট সুনীলদের প্রথম ম্যাচ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। ২৩ আগস্ট এয়ার ফোর্সের বিরুদ্ধে ম্যাচে নামবে তারা। ৩০ আগস্ট এফসি গোয়ার বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ রয়েছে তাদের। ২ সেপ্টেম্বর মহামেডানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলার কথা রয়েছে বেঙ্গালুরু এফসি-র।

SUPER SUNDAY SURPRISE! 🔥 We’ve let our faithful have this one first. The Blues have unveiled #NewBlue Sandesh Jhinghan to the West Block Blues at their open training session at the BFS. He’s ours, Bengaluru! 🤩#SwagataSandesh #WeAreBFC pic.twitter.com/gyZjOpvjOg
— Bengaluru FC (@bengalurufc) August 14, 2022
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
