Tuesday, November 4, 2025

বিদ্যুতের বিল মেটাতে নাভিশ্বাস ব্রিটেনের মানুষের, সাহায্যের আশ্বাস ঋষির

Date:

বিদ্যুৎ বিলে ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটেনের মানুষ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনকের এই প্রচেষ্টাকে বাহবা জানিয়েছিল। এবার অর্থনৈতিকভাবে দুর্বলদের বিদ্যুৎ বিল মেটাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি৷ আসন্ন শীতকালে বিদ্যুৎ বিল মেটানোর বোঝা লাঘব করতে ঋষি সুনক আর্থিকভাবে পিছিয়ে পরাদের সাহায্য করবেন বলে জানিয়েছেন৷ নাহলে পেনশেনভোগী থেকে দেশের লক্ষ লক্ষ মানুষ বিল মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!

ব্রিটেনে এবার অস্বাভাবিক গরম পড়েছে৷ তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ৷ অসহনীয় গরম থেকে বাঁচতে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে ব্রিটেনে৷ ফলে আগের তুলনায় তিনগুণ বেশি আসছে বিদ্যুতের বিল৷

সম্প্রতি অক্সিলিওন নামে ব্রিটেনের একটি সংস্থা বিদ্যুতের খরচ নিয়ে সমীক্ষা প্রকাশ করে৷ সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৩ সালে পরিবার পিছু গড় বার্ষিক বিদ্যুৎ খরচ ৫ হাজার পাউন্ডের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷ বর্তমান সরকারি হিসেব অনুযায়ী, ব্রিটেনের গড় বিদ্যুৎ খরচ বছরে ৩৬০০ পাউন্ড৷ ২০২৩ সালের এপ্রিলে সেই খরচ ১৫০ শতাংশ বাড়বে বলে সমীক্ষায় প্রকাশ৷ এই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিলে ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দেন ঋষি সুনক৷ তাতে প্রত্যেক বাড়িতে কমপক্ষে ২০০ পাউন্ড সাশ্রয় হবে বলে জানান তিনি৷

তবে সেই প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি ব্রিটেনের প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার৷ এবার ঋষি জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বলদের বিদ্যুতের বিল মেটাতে সাহায্য করবেন তিনি৷ যে কারণে তিনি আর্থিক প্যাকেজও ঘোষণা করেন৷ ঋষি বলেন, ‘সংকট আসন্ন, এটা মেনে নেওয়া হল প্রথম সদর্থক পদক্ষেপ৷ আমরা বিদ্যুৎ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি৷’ জনমোহিনী নানা ঘোষণা সত্ত্বেও জনমত সমীক্ষায় এখনও পিছিয়ে ঋষি৷ কনজারভেটিভ পার্টির সদস্যদের অধিকাংশের ভোট আরেক প্রতিদ্বন্দ্বী লিজ ট্রুসের পক্ষে যাবে বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়৷ আগামী ৫ সেপ্টেম্বর ফল ঘোষণা৷ তবে প্রধানমন্ত্রী পদে যিনিই আসুক না কেন, ব্রিটেনের আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বিল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে৷

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version