রাজভবনে চা চক্র: যোগ দিলেন বিধানসভার স্পিকার থেকে মুখ্যমন্ত্রী

প্রথা মেনে রাজভবনে স্বাধীনতা দিবসের বিকেলে চা চক্রের আয়োজন করা হয়। সোমবার, বিকেলের সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay), ফিরহাদ হাকিম (Firhad Hakim), ব্রাত্য বসু (Bratya Basu)-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

স্বাধীনতা দিবসের বিকেলে প্রতি বছরই রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি থাকেন সমাজের বিশিষ্ট মানুষরা। গত দুবছর করোনার কারণে এই অনুষ্ঠানে হয় কোভিড বিধি মেনে। ২০২০-তে বিকেলে যেতে পারবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছিলেন। তবে, এদিন বিকেলে মুখ্যমন্ত্রী যান রাজের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চা চক্রে যোগ দিতে।

আরও পড়ুন- ফিরিয়ে আনা হোক সুভাষের চিতাভস্ম, স্বাধীনতা দিবসে আবেদন নেতাজী কন্যার


 

 

Previous articleফিরিয়ে আনা হোক সুভাষের চিতাভস্ম, স্বাধীনতা দিবসে আবেদন নেতাজী কন্যার
Next article‘‘জানতাম দিদি পাশে থাকবেন ’’, অনেকটাই চাঙ্গা অনুব্রত !