Wednesday, December 17, 2025

স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেশীয় কামানের তোপধ্বনি, ৭৫ তম বর্ষে নজির গড়ল হাউৎজার

Date:

Share post:

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) পূর্তি উপলক্ষে সোমবার দেশজুড়ে উৎসবের মেজাজ। পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav)। আর এই প্রথমবার স্বাধীনতা দিবসে গান স্যালুট (Gun Salute) দেওয়া হল দেশের তৈরি হাউৎজার কামানে (Howitzer)। সোমবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (DRDO)-এর তৈরি ১৫৫ মিলিমিটারের হাউইৎজারকে বিশেষভাবে ব্যবহার করা হলো। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামানের পোশাকি নাম, ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম’ (Advanced Towed Artillery Gun System)।

সামরিক উৎপাদন ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার (Make In India) অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামান। স্বাধীনতা দিবসের কর্মসূচিতে এই প্রথম বার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনও কামান গান স্যালুটে ব্যবহার করা হলো। সোমবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। তারপরে জাতীয় সংগীত শুরু করে মিলিটারি ব্যান্ড। আর সেই সময় সেনার আর্টিলারি রেজিমেন্টের কামান থেকে ২১টি তোপধ্বনি (cannon fire) দেওয়া হয়।

এদিন লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) মনে করিয়ে দেন হাউৎজার কামানের কথা। তিনি নিজের বক্তব্যে বলেন, গত ৭৫ বছর ধরে এই শব্দ শোনার জন্য দেশবাসী অপেক্ষা করেছিলেন। এই প্রথম লালকেল্লায় দেশে তৈরি কামান দিয়ে তোপধ্বনি দেওয়া হয়েছে। মোদি আরও জানান, আত্মনির্ভর ভারতের দিকে পদক্ষেপ করে প্রায় ৩০০টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বন্ধ করা হয়েছে। তবে সেগুলি দেশেই তৈরি করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রকের (Defense Ministry) দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাউইৎজার কামান বিশ্বের অন্যতম সেরা। ভারতীয় সেনার আর্টিলারি ডিভিশনগুলিকে আত্মনির্ভর করে তুলতে ভবিষ্যতে কার্যকরী ভূমিকা নেবে এটিএজিএস (ATAGS)। ৪৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম এই হাউইৎজার কামান। পাশাপাশি, অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেমও রয়েছে এই দেশীয় কামানের প্রযুক্তিতে। তার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা প্রতিটি এটিএজিএস সংযোগ এবং সমন্বয় বজায় রাখতে পারে।

spot_img

Related articles

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...