ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৭৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৯,৮৪২.২১ (⬆️ ০.৬৪%)

🔹নিফটি ১৭,৮২৫.২৫ (⬆️ ০.৭২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক সপ্তাহ লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। মঙ্গলবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৩৭৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১২৭ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩৭৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৭৯.৪৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৮৪২.২১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১২৭.১০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮২৫.২৫।

Previous articleAIFF-কে নির্বাসন FIFA’র, কী বললেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া?
Next articleরাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস উদযাপন,অলিম্পিকের যোগ্যতা অর্জনই লক্ষ্য অচিন্ত্যর