AIFF-কে নির্বাসন FIFA’র, কী বললেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া?

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বাইচুং বলেন, "খুব দুর্ভাগ্যজনক। ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। এরফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বাইচুং-এর মতে, এটা কঠোর সিদ্ধান্ত। পাশাপাশি এই নিষেধাজ্ঞার মাঝেও ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বাইচুং বলেন, “খুব দুর্ভাগ্যজনক। ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছে। আমি মনে করি, ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করা ফিফার অত্যন্ত কঠোর একটা সিদ্ধান্ত।”

এরপাশাপাশি বাইচুং বলেন,” তবে এতে ভারতীয় ফুটবলের উন্নতির রাস্তা সুগম হবে। আমি মনে করি, এটা আমাদের জন্য আমাদের সিস্টেমকে ঠিক করার এটা একটা দারুণ সুযোগ। তবে সমস্ত পক্ষ- ফেডারেশন, রাজ্য সংস্থাকে, এক হয়ে সিস্টেমটা সঠিকভাবে চালাতে হবে। যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয়।”

 

ইতিমধ্যেই ব্যান তোলার তৎপরতা শুরু হয়েছে।
এআইএফএফ-এর ব্যান তোলার ব্যাপারে এবার সক্রিয় হল কেন্দ্রীয় সরকার। দ্রুত এআইএফএফ মামলার শুনানির আবেদন জানাল সরকার। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার বেঞ্চে শুনানির আবেদন করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আগামীকাল এই মামলার শুনানি হবে বলে জানান হয়েছে। দ্রুত নতুন সংবিধান সর্বসম্মতি ক্রমে পাশ করিয়ে নির্বাচন করতে হবে। তারপর কমিটি গড়তে হবে। তবেই উঠবে ব্যান।

আরও পড়ুন:ওয়াশিংটন সুন্দরের চোট, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ, খুশি লক্ষ্মী