Saturday, August 23, 2025

উপত্যকায় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা জওয়ানদের বাস। নদীতে পড়ল বাস। ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ছিলেন ৩৯ জন। মঙ্গলবার ভারতীয় সেনা জওয়ানদের বাসটি চন্দনওয়ারি থেকে পহেলগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ে নিহত ৬ জওয়ান, আহত বহু

টুইটারে মমতা লেখেন, “পাহেলগামের দুর্ঘটনা বেদনাদায়ক। এই দুর্ঘটনায় আমাদের দেশ অনেক সাহসী আইটিবিপি জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছে।” মুখ্যমন্ত্রী নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি কর্তব্যরত অবস্থায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, “জম্মু ও কাশ্মীরের পাহেলগামে দুর্ঘটনায় দুঃখিত। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছি। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” তিনি একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসে ৩৭ জন ITBP জওয়ান এবং জম্মু কাশ্মীর পুলিশের দুই কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। দিল্লিতে ITBP-র মুখপাত্র বলেন, “বাসে ৩৯ জন সুরক্ষাকর্মী ছিলেন। বাসটির ব্রেক ফেল হয়ে তা নদীর ধারে পড়ে যায়।”

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version