Thursday, August 21, 2025

রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ‘জনহীন’ নকশালপন্থী মহিলা সংগঠনের পথসভা

Date:

তাদের গণতান্ত্রিক আন্দোলনে সমর্থন প্রায় নেই। সেই কথা আরও একবার প্রমাণ পেল মঙ্গলবারে কলেজ স্ট্রিটে (Collage Street) নকশালপন্থী মহিলা সংগঠনগুলির পথসভায়। তিস্তা শিতলবাদ, কল্পনা মাইতি, জয়িতা দাসের মতো রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে একটি পথসভার আয়োজন করে ফেমিনিস্ট ইন রেজিস্টেন্স, ভারত বিপ্লবী মহিলা সংগঠন, মানবী-সহ নকশালপন্থী মহিলা সংগঠন। কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় বিকেল ৫টা নাগাদ এই পথসভায় শ্রোতা-বক্তা মিলিয়ে সংখ্যা ২০ থেকে ২২জন। সভার দাবি তিস্তা শিতলবাদ (Tista Shitalbad), কল্পনা মাইতি (Kalpana Maiti), জয়িতা দাসের (Jayita Das) মতো রাজনৈতিক বন্দিদের মুক্তি। যদিও সভামঞ্চ থেকে এদের মুক্তির দাবির কথা তেমনভাবে শোনা গেল না। অন্যান্য বামপন্থী গণসংগঠনগুলিকে হামেশাই দেখা যায় ওই জায়গায় সভা করতে এবং ব্যস্ত রাস্তা হওয়ায় স্বাভাবিকভাবেই উৎসুক মানুষদেরও দেখা যায় সেই সভাগুলিকে ঘিরে। কিন্তু নিজেদের দাবির কথা সুস্পষ্টভাবে বোঝাতে ব্যর্থ এই সংগঠনগুলির সভায় সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়েনি স্বাভাবিকভাবেই।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতায় প্রবল জনসমর্থন দেখা যায় এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সভা বা মিছিলে। এমনকী, বিধানসভায় শূন্য় হলেও কংগ্রেস বা বামেদের কেন্দ্রবিরোধী আন্দোলনের সভা বা মিছিলেও সাধারণ মানুষের সাড়া নজরে পড়ে। কিন্তু নকশালপন্থী সংগঠনগুলির নিজেদের নির্দিষ্ট দাবি সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছনোর ব্যর্থতাতেই কার্যত ফাঁকা ময়দানে জনগণহীন গণআন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন- রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস উদযাপন,অলিম্পিকের যোগ্যতা অর্জনই লক্ষ্য অচিন্ত্যর


 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version