Monday, May 5, 2025

ইস্টবেঙ্গল ক্লাবে দেশভাগের যন্ত্রণা স্মরণ মুখ্যমন্ত্রীর, স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা

Date:

মোহনবাগানের লড়াই ছিল ব্রিটিশের বিরুদ্ধে, আর ইস্টবেঙ্গলের (East Bengal Club) সঙ্গে জড়িয়ে আছে দেশভাগে যন্ত্রণা। বুধবার, ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোবপাধ্যািয় (Mamata Banerjee)। ঘোষণা করেন বাংলায় হবে স্পোর্টস বিশ্ববিদ্যালয় (Sports University)। একই সঙ্গে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM)।

অনুষ্ঠান মঞ্চ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যবাহী ইতিহাস স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশ যখন স্বাধীনতার আনন্দে মেতে ছিল, তখন দেশভাগের যন্ত্রণা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওপার বাংলা থেকে আসা মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা লড়াই করে জেতেন তাঁদের তিনি সম্মান করেন। পাশাপাশি, তাঁর উদ্যোগে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির (Emami) চুক্তির বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। লাল হলুদ ক্লাবকে আশ্বস্ত করে মমতা বলেন, আগামী কয়েক বছর তাদের চিন্তা নেই। তারা শুধু খেলায় মনোযোগ দিক।

এদিনের মুখ্যমন্ত্রী বলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর তিনি চান মহামেডানও আইএসএল (ISL) খেলুক। মোহনবাগানের পরে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকেও ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মমতা চান রাজ্যে একটি স্পোর্টস ইউনিভার্সিটি হোক। এই বিষয়ে সরকার জমি দেবে। এটা হলে রাজ্যেরহ ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি হবে। ধাপে ধাপে রাজ্যে স্পোর্টস স্কুল করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এই ভাবেই ক্রীড়াক্ষেত্রে এগিয়েছে চিন। ভেদাভেদ নয়, ভালো খেলাই লক্ষ্য হোক- বার্তা দেন মমতা।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version