Monday, November 10, 2025

ফের কাঠগড়ায় মহিলার ‘পোশাক’! আদালতে ধোপে টিকল না শ্লীলতাহানির অভিযোগ

Date:

অভিযোগকারিণীর পোশাক ‘উস্কানিমূলক’! আর সেই কারণেই যৌন নিগ্রহের অভিযোগ যুক্তিযুক্ত নয়। মালায়লম সাহিত্যিক তথা সমাজকর্মী সিভিক চন্দ্রনের (Civic Chandran) আগাম জামিনের আবেদন মঞ্জুর (Bail Granted) করল কেরলের কোঝিকোড় আদালত (Kozhikode Court)। সম্প্রতি কেরলের ওই আদালতে একটি যৌন হেনস্থার (Assault) মামলা দায়ের করেন এক অল্প বয়সী লেখিকা। আর সেই মামলায় অভিযুক্ত ছিলেন চন্দ্রন। মামলায় রায়দানের সময় আদালতের বিচারপতি সাফ জানান, ভারতীয় সংবিধানের ৩৫৪ এ (Article 354A) ধারা অনুযায়ী অভিযোগকারিণী যখন নিজেই ‘উস্কানিমূলক পোশাক পরেছিলেন’ সেক্ষেত্রে মামলাটির কোনও ভিত্তিই নেই।

সম্প্রতি ৭৪ বছর বয়সী ওই মালায়লম সাহিত্যিক (Malayalam Writer) আদালতে আগিম জামিনের আবেদন জানান। তারই প্রেক্ষিতে অভিযোগকারিণী আদালতের কাছে বেশ কিছু ছবিও জমা দেন। গত ১২ আগস্ট সমাজকর্মীর জামিনের আবেদন মঞ্জুর করে বলে খবর। তবে, পেশ করা ছবি নিয়ে আদালতের মন্তব্য, এটা প্রমাণিত যে অভিযোগকারিণী মহিলার পোশাক উস্কানিমূলক ছিল। আর সেই কারণেই সংবিধানের ধারা অনুযায়ী কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আদালত আরও জানিয়েছে একজন বৃদ্ধ যিনি শারীরিকভাবে অসুস্থ তাঁর পক্ষে অভিযোগকারিণীকে শ্লীলতাহানি সম্ভব নয়। অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন মামলা করেছেন অভিযোগকারিণী, এমনটাই মনে করছে আদালত।

তবে সাহিত্যিক চন্দ্রনের পাল্টা অভিযোগ, ওই মহিলা লেখিকা তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি জানান, গত এপ্রিলে এক অনুষ্ঠানে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে যান অভিযোগকারিণী। সেখানে উপস্থিত ছিলেন মালায়লম সাহিত্যিকও। তবে ওই অনুষ্ঠানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে কেউই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলেননি। তবে অভিযোগকারিণী সাফ জানিয়েছেন, ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়েই ছাড় পেয়ে যাচ্ছেন অভিযুক্ত সাহিত্যিক। তবে তিনিও যে দমার পাত্রী নন তা সাফ জানিয়ে দেন কেরলের লেখিকা।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version