Sunday, November 9, 2025

বিজেপির সংসদীয় কমিটি থেকে বাদ গড়করি- শিবরাজ, যাবতীয় সিদ্ধান্ত নেবেন মোদি-শাহরা

Date:

Share post:

বড়সড় রদবদল করা হলো বিজেপির সংসদীয় কমিটিতে(Parliamentary Committee)। নয়া কমিটি থেকে ছেঁটে ফেলা হলো কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিকে(Nitin Gadkari)। একই সঙ্গে বাদ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও(Shivraj Singh Chauhan)। তাঁদের পরিবর্তে এই কমিটিতে জায়গা পেয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা(BS Yediyurappa)।

বিজেপি-র সংসদীয় কমিটি দলীয় সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ জায়গা। দলের হয়ে যাবতীয় সিদ্ধান্ত, নিজেদের দখলে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি-সহ গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা এই কমিটির দ্বারাই চালিত হন। বুধবার সেই সংসদীয় কমিটির সদস্যদের যে নতুন তালিকা বিজেপির তরফে প্রকাশ করা হয় সেখানে একেবারে শীর্ষে রয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর পাশাপাশি রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং। এর পাশাপাশি তালিকায় দেখা গিয়েছে, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সুধা যাদব, সত্যনারায়ণ জটিয়া এবং বিএল সন্তোষদের। তবে এখান থেকে নীতীন গড়করির নাম বাদ পড়ায় অবাক অনেকেই।

কারণ বিজেপি সরকারের অভিজ্ঞ মন্ত্রীদের মধ্যে একজন নীতীন। একটা সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদেও ছিলেন তিনি। আর এই কমিটিতে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিদের রাখার রেওয়াজ রয়েছে। সেখানে তাঁর নাম বাদ পড়াটা স্বাভাবিকভাবে আশ্চর্যজনক। একই রকম ভাবে তালিকায় ইয়েদিউরাপ্পার নাম যোগ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, তাঁর বয়স ৭৭ বছর। অলিখিত হলেও, সাধারণত বয়স ৭৫ পেরোলে সংসদীয় কমিটিতে রাখা হয় না নেতাদের। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরানোয় অসন্তুষ্ট ইয়েদিউরাপ্পার মন পেতে তাঁকে এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...