Friday, August 22, 2025

বিজেপির সংসদীয় কমিটি থেকে বাদ গড়করি- শিবরাজ, যাবতীয় সিদ্ধান্ত নেবেন মোদি-শাহরা

Date:

বড়সড় রদবদল করা হলো বিজেপির সংসদীয় কমিটিতে(Parliamentary Committee)। নয়া কমিটি থেকে ছেঁটে ফেলা হলো কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিকে(Nitin Gadkari)। একই সঙ্গে বাদ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও(Shivraj Singh Chauhan)। তাঁদের পরিবর্তে এই কমিটিতে জায়গা পেয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা(BS Yediyurappa)।

বিজেপি-র সংসদীয় কমিটি দলীয় সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ জায়গা। দলের হয়ে যাবতীয় সিদ্ধান্ত, নিজেদের দখলে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি-সহ গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা এই কমিটির দ্বারাই চালিত হন। বুধবার সেই সংসদীয় কমিটির সদস্যদের যে নতুন তালিকা বিজেপির তরফে প্রকাশ করা হয় সেখানে একেবারে শীর্ষে রয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর পাশাপাশি রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং। এর পাশাপাশি তালিকায় দেখা গিয়েছে, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সুধা যাদব, সত্যনারায়ণ জটিয়া এবং বিএল সন্তোষদের। তবে এখান থেকে নীতীন গড়করির নাম বাদ পড়ায় অবাক অনেকেই।

কারণ বিজেপি সরকারের অভিজ্ঞ মন্ত্রীদের মধ্যে একজন নীতীন। একটা সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদেও ছিলেন তিনি। আর এই কমিটিতে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিদের রাখার রেওয়াজ রয়েছে। সেখানে তাঁর নাম বাদ পড়াটা স্বাভাবিকভাবে আশ্চর্যজনক। একই রকম ভাবে তালিকায় ইয়েদিউরাপ্পার নাম যোগ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, তাঁর বয়স ৭৭ বছর। অলিখিত হলেও, সাধারণত বয়স ৭৫ পেরোলে সংসদীয় কমিটিতে রাখা হয় না নেতাদের। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরানোয় অসন্তুষ্ট ইয়েদিউরাপ্পার মন পেতে তাঁকে এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version