Tuesday, November 11, 2025

সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টার

Date:

আরও ৬ দিন সিবিআই হেফাজতে (CBI Custody) থাকতে হবে এসএসসি-র (SSC) দুই প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha)। বুধবার দুপুরে এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের আলিপুর আদালতে (Alipore Court) তোলা হলে ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষেই রায় দেন বিচারপতি। সিবিআইয়ের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে এদিন আদালতে জানান, এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের গত ৭ দিন জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেকারণেই তাঁদের হেফাজতে রেখে আরও সওয়াল জবাবের প্রয়োজন বলে জানায় সিবিআই (CBI)। তাদের আইনজীবীদের অভিযোগ এই দুর্নীতির সঙ্গে প্রভাবশালীদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। আর তাঁদের হদিশ পেতেই আদালতের কাছে উপদেষ্টা কমিটির দুই প্রাক্তনীকে হেফাজতে নেওয়ার আর্জি জানান আইনজীবীরা।

সিবিআইয়ের আইনজীবীদের প্রশ্ন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে চাকরির সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছিলেন? তাঁদের কি অধিকার আছে চাকরির সুপারিশ করার? এরপরই সুপারিশ পত্রে হাতের লেখার সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার হাতের লেখার নমুনা মিলিয়ে দেখার কথা আদালতে জানান সিবিআই আইনজীবীরা। বুধবারই এসএসসি-র উপদেষ্টা কমিটির দুই সদস্যের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। দুপুরে নিজাম প্যালেস (Nizam Palace) থেকে তাঁদের নিয়ে আসা হয় আলিপুর আদালতে।

এদিন অভিযুক্তদের (Accused) আইনজীবী আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সিবিআইয়ের আইনজীবীরা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে আদালতে জানান এই মামলার তদন্তে একাধিক নতুন তথ্য সামনে আসছে। আর সেকারণেই দুই প্রাক্তন উপদেষ্টাকে আরও জেরার প্রয়োজন। এদিন দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে প্রথমে রায়দান স্থগিত রাখে আদালত। পরে ৬ দিন সিবিআই হেফাজতের রায় দেন বিচারপতি।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version